শাপলা প্রতীক পেল এনসিপি: নতুন তালিকায় যুক্ত করল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক
সংশোধনঃ 30 অক্টোবর 2025, 06:14 অপরাহ্ন
শাপলা প্রতীক পেল এনসিপি: নতুন তালিকায় যুক্ত করল নির্বাচন কমিশন

শাপলা প্রতীকের দাবিতে অনড় ছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতদিন নির্বাচন কমিশন (ইসি) জানিয়ে আসছিল, তালিকায় না থাকায় এই প্রতীক দেওয়া সম্ভব নয়। অবশেষে সেই দাবিই পূরণ হলো।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার ইসির প্রকাশিত নতুন প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তালিকা প্রকাশ করা হয়। এতে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীক নির্ধারণ করা হয়েছে এবং বেশ কিছু প্রতীক সংযোজন–বিয়োজন করা হয়েছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ১১৫টি প্রতীক সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছিল, যেখানে শাপলা প্রতীক ছিল না।

গত বছর আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্র–তরুণদের উদ্যোগে গঠিত এনসিপি কয়েক মাস আগে ইসির পর্যালোচনায় নিবন্ধনযোগ্য দল হিসেবে বিবেচিত হয়। তারপর থেকেই দলটি শাপলা প্রতীক বরাদ্দের দাবি জানিয়ে আসছিল।

বিজ্ঞাপন

প্রথমদিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনসহ ইসির কর্মকর্তারা জানান, শাপলা প্রতীক তালিকায় না থাকায় তা দেওয়া সম্ভব নয়। এমনকি ২৩ সেপ্টেম্বর ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেছিলেন, “১১৫ প্রতীকের তালিকায় শাপলা নেই, তাই দেওয়া যাবে না।”

তবে গত সোমবার এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেন, “আইনগত বাধা নেই। আমরা আমাদের দাবির জায়গা থেকে শাপলা প্রতীক আদায় করব।”

অবশেষে আজ ইসির নতুন প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে এবং এনসিপির দাবির বাস্তবায়ন হলো।

তথ্যসূত্র: নির্বাচন কমিশন

0%
0%
0%
0%