আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ নেই: নাহিদ ইসলাম

এই প্রেক্ষাপটেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম আজ এক সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে আনার কিংবা রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই।
তিনি স্পষ্টভাবে বলেন, দেশের কিছু রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছেন। তবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে এবং এ ধরনের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে বিলীন হয়ে যাবে।
আজ সোমবার মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর রাজধানী ঢাকা আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে বিরোধী নেতাদের ওপর হামলা-ষড়যন্ত্র চলমান থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন,
“আমরা আগেই বলেছিলাম গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে টার্গেট করা হচ্ছে। প্রশাসনের ভেতর থেকেও তথ্য ফাঁস হচ্ছে। সরকারের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ না থাকাতেই এসব ঘটনা ঘটছে।”
ড. মুহাম্মদ ইউনুসের সফর প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন,
সরকারের দায়িত্ব ছিল সফরসঙ্গী রাজনৈতিক নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তা করা হয়নি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের লোকেরা জামিন পেয়ে প্রকাশ্যে চলাফেরা করছে এবং শহীদ পরিবারদের হুমকি দিচ্ছে।
এনসিপির আহ্বায়ক দাবি করেন, আওয়ামী লীগের মানবতাবিরোধী কর্মকাণ্ড ও গত ১৫ বছরের অপকর্মের তদন্ত করে দ্রুত বিচার শুরু করতে হবে।
তিনি বলেন,
“আওয়ামী লীগ এখনো দল হিসেবে বিচারের মুখোমুখি হয়নি। আমরা ট্রাইব্যুনালের কাছে এ নিয়ে আবেদন জানাবো। সরকারের পক্ষ থেকেও পদক্ষেপ নিতে হবে।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এখনো ফ্যাসিবাদের সময়কার অনেক কর্মকর্তা বহাল আছেন। বিদেশে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহিতা চাইবেন বলেও জানান তিনি।
৩৬ জুলাই ও ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, ওই রায়েই স্পষ্ট হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ ও মুজিববাদীদের কোনো রাজনীতি থাকবে না। তিনি ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, “বিচারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে হবে। তাদের পুনর্বাসনের সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।”