রুমিন ফারহানার মন্তব্য: অন্তর্বর্তীকালীন সরকারের উচিত রুটিন কাজেই সীমাবদ্ধ থাকা

রুমিন ফারহানার মন্তব্য: অন্তর্বর্তীকালীন সরকারের উচিত রুটিন কাজেই সীমাবদ্ধ থাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ সেপ্টেম্বর 21, 2025 11:01 পূর্বাহ্ন

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত নিজেকে বিতর্কমুক্ত রাখা এবং শুধুমাত্র রুটিন কাজের মধ্যে সীমাবদ্ধ থাকা। তার মতে, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং মানুষের কল্যাণের সঙ্গে সম্পর্কিত যেকোনো কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই সরকার যতটা সম্ভব রুটিন কাজের বাইরে না গেলেই ভালো। কারণ স্ট্র্যাটেজিক যেকোনো সিদ্ধান্ত কেবল নির্বাচিত সরকারই নিতে পারে।”

মনোনয়ন প্রক্রিয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, প্রচলিত পদ্ধতিতে (ডিরেক্ট নির্বাচনে) জনপ্রিয়তা, এলাকাবাসীর সঙ্গে সম্পর্ক এবং জনগণের পাশে থাকার বিষয়গুলো বিবেচনা করে দল প্রার্থী দিতে বাধ্য হয়। না হলে আসন হারানোর ঝুঁকি থাকে। তবে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে সেই ঝুঁকি নেই বলে মনোনয়ন বাণিজ্য বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

তার ভাষায়, “যখন আমরা প্রচলিত পদ্ধতি নির্বাচন করি, তখন এলাকায় জনপ্রিয় এবং মানুষের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিই মনোনয়ন পান। কিন্তু পিআর পদ্ধতিতে যেহেতু হারানোর ভয়টা নেই, সেক্ষেত্রে দল তাদের পছন্দমতো প্রার্থী দিতে পারে। ফলে মনোনয়ন বাণিজ্যের সুযোগও সেখানে বেশি থাকে।”

বিজ্ঞাপন
0%
0%
0%
0%