ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন: শিবিরের প্যানেলের বড় জয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামায়াতে ইসলামী’র ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রশিবিরের প্রার্থীরা ব্যাপক বিজয় অর্জন করেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী ডাকসুর মোট ২৮টি পদে ভোট গ্রহণ শেষে শিবিরের প্রার্থীরা ২৩টি পদে জয় পেয়েছে।
শিবিরের প্যানেল ‘ইউনাইটেড স্টুডেন্টস অ্যালায়েন্স’ এবারকার নির্বাচনে প্রধানত বিএনপি’র ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে। তবে শীর্ষ তিনটি পদসহ অধিকাংশ আসনেই শিবিরের প্রার্থীরা এগিয়ে ছিল।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত গভীর পর্যন্ত ফল প্রকাশ করা হয়। চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় বুধবার সকালে।
শীর্ষ তিন পদে শিবিরের প্রার্থীদের জয়
- সহ-সভাপতি (ভিপি): শিবির প্রার্থী মো. আবু শাদিক কায়েম ১৪,০৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট।
- সাধারণ সম্পাদক (জিএস): শিবির প্রার্থী এসএম ফরহাদ ১০,৭৯৪ ভোটে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট।
- সহ-সাধারণ সম্পাদক (এজিএস): শিবির প্রার্থী মুহাম্মদ মোহিউদ্দিন খান ১১,৭৭২ ভোটে জয় পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন ৫,০৬৪ ভোট।
সম্পাদক পদে ফলাফল
১২টি সম্পাদক পদে শিবিরের প্রার্থীরা ৯টিতে জয় পেয়েছে। বাকি ৩টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
- গবেষণা ও প্রকাশনা সম্পাদক: স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ টনি (১১,৭৭৮ ভোট)।
- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: স্বতন্ত্র প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (৭,৭৮২ ভোট)।
- সামাজিক কল্যাণ সম্পাদক: স্বতন্ত্র প্রার্থী জুবায়ের বিন নেসারি (৭,৬০৮ ভোট)।
অন্যান্য পদে শিবির প্রার্থীদের জয়:
- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতিমা তাসনিম জুমা
- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার
- সাধারণ কক্ষ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে সালমা
- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: জসিম উদ্দিন খান
- ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন
- ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ
- ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: মজহারুল ইসলাম
- স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এমএম আল মিনহাজ
- মানবাধিকার ও আইন সম্পাদক: মো. জাকারিয়া
সদস্য পদে ফলাফল
১৩টি সদস্য পদে শিবির প্রার্থীরা জয় পেয়েছে ১১টিতে। তারা হলেন—সাবিকুন নাহার তন্মা, সর্বমিত্র চাকমা, ইমরান হোসেন, আফসানা আক্তার, তাজিনুর রহমান, রায়হান উদ্দিন, মো. মিফতাহুল হোসেন আল-মারুফ, আনাস ইবনে মুনীর, মো. বেলাল হোসেন আপু, মো. রাইসুল ইসলাম ও মো. শহিনুর রহমান।
অন্যদিকে, প্রতিরোধ পরিষদের হেমা চাকমা এবং স্বতন্ত্র প্রার্থী উম্মা উসওয়াতুন রাফিয়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
সার্বিক চিত্র
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ডাকসুর শীর্ষ পদসহ বেশিরভাগ আসনেই শিবিরের প্যানেল এগিয়ে থেকে জয়লাভ করেছে। অন্যদিকে ছাত্রদল কেবলমাত্র কিছু পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেও উল্লেখযোগ্য সাফল্য পায়নি।
তথ্যসূত্র: ডাকসু