বাংলাদেশে সাম্প্রতিক হত্যাকাণ্ড ও ধর্ষণে হতাশ বিএনপি: মির্জা ফখরুল

ছবি সংগ্রহকৃত
বাংলাদেশে সাম্প্রতিক হত্যাকাণ্ড ও ধর্ষণে হতাশ বিএনপি: মির্জা ফখরুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক খুন ও ধর্ষণের ঘটনার কারণে তারা মর্মাহত।
রবিবার (১৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে) এবং ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্টস (ডিইউজে)-এর আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তরুণ প্রজন্মের মধ্যে অসহিষ্ণুতা, বিভিন্ন কোম্পানির শ্রমিকদের অহরহ সড়কে নেমে এসে দাবি আদায়ের প্রবণতা—এসব নিয়েও তারা উদ্বিগ্ন। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, “আমরা এক ভয়ঙ্কর পরিবেশ থেকে উঠে এসেছি। তাই আমাদের আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। পত্রিকা পড়লে আমি উদ্বিগ্ন হয়ে যাই। খুন, হামলা, ধর্ষণের ঘটনা এমন পর্যায়ে পৌঁছেছে, যা আমাদের সবাইকে মর্মাহত করছে।”
নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরাই সংসদে গিয়ে দেশ পরিচালনা করতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কার আনতে পারবেন, যেই মাত্র নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, “নির্বাচনে বিলম্বের সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তিগুলো সক্রিয় হয়ে উঠছে, একই সঙ্গে জঙ্গি ও চরমপন্থারাও এ সুযোগ নেওয়ার চেষ্টা করছে।”
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ডিইউজে সভাপতি শাহিদুল ইসলাম, বিএফইউজে-এর ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।