সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়: নাহিদ ইসলাম

সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জুলাই 13, 2025 5:22 অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আজ স্পষ্ট ভাষায় বলেছেন, “সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।”

তিনি বলেন, “জনগণ আজ রাস্তায় নেমেছে শেখ হাসিনার সীমাহীন দমন-পীড়নের কারণে এবং পরবর্তীতে জুলাই-আগস্টের গণজাগরণের মধ্য দিয়ে তারা ফ্যাসিস্ট হাসিনার সরকারকে উৎখাত করেছে।”

শনিবার (১৩ জুলাই) পিরোজপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপির জেলা শাখার আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। সভাটি অনুষ্ঠিত হয় ‘জুলাই মার্চ’-এর ১৩তম দিনে।

এর আগে, পিরোজপুর সার্কিট হাউজ থেকে একটি মিছিল শুরু করে এনসিপির নেতাকর্মীরা শহীদ মিনারে পৌঁছে সমাবেশে যোগ দেন।

নাহিদ ইসলাম আরও বলেন, “শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর ধরে জোরপূর্বক ক্ষমতায় বসে ছিলেন এবং এ সময়ে তার শাসনামলে জনগণের ওপর নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, “খুন, গুম, নির্যাতন, দুর্নীতি এবং ভোট ডাকাতি—এমন কোনো অপকর্ম নেই যা শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার করেনি। দেশের জনগণ টানা তিনটি জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামন্তা শরমিন, উত্তরাঞ্চল বিষয়ক প্রধান সংগঠক সর্জিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতারা আরও বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এনসিপির আন্দোলন অব্যাহত থাকবে।

সম্পর্কিত-
0%
0%
0%
0%