ঈদুল আযহা ঘিরে ঢাকায় হটলাইন চালু, চামড়া সিন্ডিকেট ভাঙতে ওয়ার্ডভিত্তিক অফিস চায় এনসিপি

ঈদুল আযহা ঘিরে ঢাকায় হটলাইন চালু, চামড়া সিন্ডিকেট ভাঙতে ওয়ার্ডভিত্তিক অফিস চায় এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জুন 6, 2025 8:42 অপরাহ্ন

ঈদুল আযহা উপলক্ষে ঢাকাবাসীর সার্বিক সহযোগিতার জন্য হটলাইন নম্বর চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ঈদের আগে ও পরে নগরবাসীর পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটির নেতারা।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপি মহানগর শাখার আয়োজিত কর্মসূচিতে দলটির নেতারা বলেন, ঈদের তৃতীয় দিন পর্যন্ত এই সেবা কার্যক্রম চলবে।

নেতারা জানান, উত্তর ও দক্ষিণ মহানগরের প্রতিটি ওয়ার্ডে এনসিপির প্রতিনিধি দল কাজ করবে। নগরবাসী হটলাইন নম্বরে কল করলে ৩০ মিনিটের মধ্যে দলীয় টিম সেখানে পৌঁছে যাবে। পাশাপাশি সিটি কর্পোরেশনকে সহায়তা করতে পরিচ্ছন্নতা সরঞ্জাম বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

চামড়া ব্যবস্থাপনায় সিন্ডিকেট ভাঙার দাবি জানিয়ে এনসিপি নেতারা বলেন, “প্রতিটি ওয়ার্ড ভিত্তিক সিটি কর্পোরেশন কিংবা সরকারি ব্যবস্থাপনায় চামড়া সংগ্রহ ও সংরক্ষণ কেন্দ্র গড়ে না তুললে সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। এর ফলে কোরবানির চামড়ার সঠিক মূল্যও নিশ্চিত করা যাবে না।”

এসময় দলটির নেতারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান, যাতে ঈদ উপলক্ষে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

সম্পর্কিত-
0%
0%
0%
0%