শরীয়তপুরে সেনাবাহিনীর চিকিৎসা সেবা: শত শত মানুষ পেলেন বিনামূল্যে ওষুধ ও পরামর্শ
অসহায় মানুষের ভরসা হয়ে পাশে দাঁড়ালো বাংলাদেশ সেনাবাহিনী

শরীয়তপুরে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের জন্য আয়োজন করা হয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। বুধবার (০৫ নভেম্বর) সকালে শরীয়তপুর স্টেডিয়ামে শুরু হওয়া এ স্বাস্থ্যসেবা কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত চলে। ক্যাম্পে সকাল থেকেই ভিড় করেন জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শত শত রোগী।
সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম ক্যাম্পে আগত রোগীদের উন্নত চিকিৎসা পরামর্শ প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন রোগের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। শিশু থেকে প্রবীণ—সব বয়সের রোগীই এদিন চিকিৎসা ও ওষুধ সংগ্রহ করেন।
মানবিক এ কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনীর আয়োজক কর্মকর্তারা জানান, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে চিকিৎসার আওতায় আনার মূল লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের মানুষকে সুখে-দুঃখে পাশে থাকার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তারা জানান।
মেডিকেল ক্যাম্পকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়। সেবা পেয়ে অনেকেই আনন্দে আবেগাপ্লুত হন। একজন সুবিধাভোগী জানান, “টাকা ছাড়া চিকিৎসা পাওয়া আমাদের জন্য কঠিন। আজ ফ্রি চিকিৎসা ও ওষুধ পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা।”
বিজ্ঞাপন
স্থানীয় জনসাধারণ বলেন, বাংলাদেশের সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তায় নয়, মানবিক কাজেও সবসময় যে এগিয়ে থাকে—এই আয়োজন তারই প্রমাণ। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
