চট্টগ্রাম ইপিজেডে আগুন নিয়ন্ত্রণে, ক্ষতিগ্রস্ত ভবনে ফায়ার সার্ভিসের আধুনিক যন্ত্রের অভিযান

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশঃ 17 অক্টোবর 2025, 08:20 পূর্বাহ্ন
চট্টগ্রাম ইপিজেডে আগুন নিয়ন্ত্রণে, ক্ষতিগ্রস্ত ভবনে ফায়ার সার্ভিসের আধুনিক যন্ত্রের অভিযান

চট্টগ্রাম ইপিজেডে আগুন নিয়ন্ত্রণে: চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। যদিও সম্পূর্ণ নির্বাপিত বলা যাচ্ছে না, তবে দাউ দাউ করে জ্বলা আগুনের সেই ভয়াবহ দৃশ্য আর নেই।

বিজ্ঞাপন

সাইটে উপস্থিত প্রতিবেদক জানাচ্ছেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ভবনের দুটি দিক থেকে একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিশেষ করে নিচতলার কিছু অংশে এখনও ধোঁয়া এবং আগুনের ফুলকি দেখা যাওয়ায় সেখানে বারবার পানি নিক্ষেপের চেষ্টা চলছে। তবে ভবনের উপরের অংশ—সাত ও আট তলায়—এখন আর আগুনের কোনো চিহ্ন নেই।

দীর্ঘক্ষণ আগুন জ্বলার কারণে ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেখা গেছে, আটতলার ছাদের কিছু অংশ ধসে পড়েছে, কয়েকটি পিলার ভেঙে গেছে এবং জানালার গ্রিলগুলো চুরমার হয়ে নিচে পড়ে আছে।

এদিকে ভবনের ভেতরে এখনো ঘন কালো ধোঁয়া বের হচ্ছে, ফলে অক্সিজেন মাস্ক ছাড়া কেউ ভেতরে প্রবেশ করতে পারছে না। ফায়ার সার্ভিসের রেসকিউ টিম প্রস্তুত রয়েছে—তারা অক্সিজেন মাস্ক ও অন্যান্য সুরক্ষা সরঞ্জামসহ ভবনের ভেতরে প্রবেশ করে আগুন সম্পূর্ণ নির্বাপনের চূড়ান্ত অভিযান পরিচালনা করবে।

বিজ্ঞাপন

উল্লেখযোগ্য বিষয় হলো, ফায়ার সার্ভিস এবার আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করছে একটি আধুনিক রোবটসদৃশ যন্ত্র, যা সম্পূর্ণভাবে রিমোট কন্ট্রোলে পরিচালিত হয়। এর মাধ্যমে পানির গতি, চাপ এবং নিক্ষেপের দিক সবই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। এই যন্ত্রটি ভবনের নিচের অংশে প্রবেশ করে নির্দিষ্ট স্থানে আগুন নেভানোর কাজ করছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের সূত্রপাত হয়েছিল ভবনের নিচের দিকে, আর সেই স্থানেই এখন সর্বশেষ নির্বাপনের চেষ্টা চলছে। পরিস্থিতি যাতে পুনরায় জটিল না হয়, সেজন্য চারদিক থেকে পানি ছিটানো অব্যাহত রয়েছে।

ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও নৌবাহিনীর যৌথ প্রচেষ্টায় আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।

সম্পর্কিত- অগ্নিকাণ্ড
0%
0%
0%
0%