তুরস্কের সহায়তায় ইসরায়েলি কারাগার থেকে সাংবাদিক শহিদুল আলমকে মুক্ত করতে বাংলাদেশের তৎপরতা জোরদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ 10 অক্টোবর 2025, 02:37 অপরাহ্ন
তুরস্কের সহায়তায় ইসরায়েলি কারাগার থেকে সাংবাদিক শহিদুল আলমকে মুক্ত করতে বাংলাদেশের তৎপরতা জোরদার

ইসরায়েলি কারাগারে আটক থাকা বাংলাদেশি সাংবাদিক শহিদুল আলমের মুক্তির জন্য সরকার তুরস্কের সক্রিয় সহযোগিতায় কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করেছে।

বিজ্ঞাপন

আঙ্কারা থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী, তুর্কি কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে যে আজকের মধ্যেই বিশেষ বিমানে শহিদুল আলমকে তুরস্কে নিয়ে আসা সম্ভব হতে পারে। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

বাংলাদেশের তুরস্কস্থ রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার গভীর রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তুরস্ক সরকার শহিদুল আলমের মুক্তি নিশ্চিত করতে পূর্ণ কূটনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে শহিদুল আলমের বেআইনি আটকাদেশের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। এর লক্ষ্য ছিল সাংবাদিক শহিদুল আলমের দ্রুত মুক্তির জন্য জরুরি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%