ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি : অনিশ্চয়তার কথা জানালেন তথ্যপদেষ্টা মাহফুজ আলম

ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি : অনিশ্চয়তার কথা জানালেন তথ্যপদেষ্টা মাহফুজ আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ সেপ্টেম্বর 28, 2025 11:47 অপরাহ্ন

জুলাই আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এরই মধ্যে নাহিদ ইসলাম উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নতুন ছাত্র সংগঠন এনসিপির নেতৃত্বে যুক্ত হলেও অন্য দুইজন এখনও দায়িত্বে রয়েছেন। তবে আসন্ন জাতীয় নির্বাচনের আগে তাদের পদত্যাগের দাবি জানিয়েছে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল।

বিজ্ঞাপন

রোববার রাজধানীর সিডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে তথ্যপদেষ্টা মাহফুজ আলম বলেন, দুই মাস ধরে তিনি নিজের পদ নিয়ে অনিশ্চয়তায় আছেন। তার ভাষায়, “আমি জানি না আমি কবে নামব, আমার গৌদিকাল থাকবে কিনা কিছুই জানি না।”

তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর বিএনপি ও জামায়াত প্রশাসন ভাগাভাগি করে নিয়েছে এবং সিভিল-মিলিটারি আমলাতন্ত্রকে ‘ফ্যাসিস্ট মুক্ত’ না করলে মিডিয়াকেও ফ্যাসিস্ট মুক্ত করা সম্ভব নয়।

মাহফুজ আলম আরও জানান, মে মাস থেকেই রাজনৈতিক দলগুলো ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি তুলছে। তিনি বলেন, “আমার সরকারি বাসভবনের সামনেই রাজনৈতিক দলের স্লোগান শুনেছি।”

বিজ্ঞাপন

তথ্যপদেষ্টা সাংবাদিকতার সুরক্ষা আইন প্রসঙ্গে জানান, খসড়া থেকে বিল আকারে পাস হওয়ার জন্য ১৮টি ধাপ রয়েছে। যদিও তিনি দুই মাস আগে প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দিলেও এখনো সেটি দ্বিতীয় ধাপে রয়েছে। তার মন্তব্য, “আমি এমন এক সময় দায়িত্ব নিয়েছি, যখন পরদিনই আমাকে পদত্যাগ করতে হয় কিনা সে অনিশ্চয়তা তৈরি হয়েছে।”

তবে সব অনিশ্চয়তার মাঝেও সাংবাদিকতা সুরক্ষা আইন এই সরকারের মেয়াদকালেই সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্যপদেষ্টা মাহফুজ আলম।


0%
0%
0%
0%