প্রাকৃতিক সম্পদ খাতে উন্মুক্ততা আনছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার

প্রাকৃতিক সম্পদ খাতে উন্মুক্ততা আনছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ সেপ্টেম্বর 20, 2025 8:39 অপরাহ্ন

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে প্রাকৃতিক সম্পদ আহরণে সব ধরনের ক্রয় ও চুক্তি উন্মুক্ত ও স্বচ্ছ করার পদক্ষেপের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে পূর্ববর্তী সরকারের সরাসরি আলোচনার মাধ্যমে চলমান বা পূর্বনির্ধারিত সব চুক্তি স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

এই মন্তব্য এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রকাশিত “২০২৫ ফিসকাল ট্রান্সপারেন্সি রিপোর্ট” থেকে, যেখানে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকালে আর্থিক ব্যবস্থাপনা মূল্যায়ন করা হয়েছে।

বাজেট ব্যবস্থাপনায় সংস্কার

রিপোর্টে বলা হয়েছে, জুলাইয়ের শাসন পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার পূর্ববর্তী বাজেট প্রস্তাব অনুসরণ করলেও স্বচ্ছতা বাড়াতে উল্লেখযোগ্য সংস্কার শুরু করেছে।

  • পূর্ববর্তী সরকার বাজেট প্রস্তাব প্রকাশ করলেও বছরের শেষের প্রতিবেদন যথাসময়ে প্রকাশ করেনি।
  • বাজেট নথি সাধারণভাবে নির্ভরযোগ্য হলেও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
  • রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও প্রাকৃতিক সম্পদ আয়ের তথ্য থাকলেও নির্বাহী কার্যালয়ের ব্যয়ের বিস্তারিত বিবরণ অনুপস্থিত।

অডিটে ঘাটতি

সরকারি পরিবর্তনের কারণে সর্বোচ্চ অডিট প্রতিষ্ঠান পূর্ণাঙ্গভাবে হিসাব পর্যালোচনা করতে পারেনি, কেবল কিছু সারসংক্ষেপ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন
  • অডিট সংস্থার যথেষ্ট স্বাধীনতা নেই, ফলে আন্তর্জাতিক মান পূরণ হয়নি।
  • বিশদ অডিট রিপোর্টের পরিবর্তে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে, যা জবাবদিহিতা নিশ্চিত করতে যথেষ্ট নয়।

প্রস্তাবিত পদক্ষেপ

রিপোর্টে বাংলাদেশকে বেশ কিছু সুপারিশ করা হয়েছে—

  • বছরের শেষের বাজেট প্রতিবেদন সময়মতো প্রকাশ করা।
  • বাজেট নথি আন্তর্জাতিক মান অনুযায়ী তৈরি করা।
  • রাজস্ব ও ব্যয়ের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ চিত্র জনগণের সামনে তুলে ধরা।
  • সর্বোচ্চ অডিট প্রতিষ্ঠানকে সম্পূর্ণ স্বাধীনতা ও পর্যাপ্ত সম্পদ দেওয়া।
  • বিস্তারিত অডিট রিপোর্ট প্রকাশ করা।
  • সরকারি ক্রয় ও প্রাকৃতিক সম্পদ আহরণের চুক্তির পূর্ণাঙ্গ তথ্য উন্মুক্ত করা।

অগ্রগতির স্বীকৃতি

রিপোর্টে বলা হয়েছে, প্রাকৃতিক সম্পদ খাতে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করেছে। তবে আন্তর্জাতিক মানে পৌঁছাতে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।


তথ্যসূত্র: বিএসএস

0%
0%
0%
0%