অপরাধীদের দেশে ঠাঁই নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে কোনো অপরাধী ও সন্ত্রাসীর ঠাঁই হবে না।
শনিবার মুন্সীগঞ্জের গজারিয়া থানার গুয়াগাছিয়ায় ডাকাতদল নয়ন ও পিয়াসের হামলার শিকার অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “অপরাধীদের দেশে কোনো জায়গা নেই। নয়ন ও পিয়াস প্রতিবেশী দেশে পালিয়েছে। তারা যদি ফিরে আসে, তাদের স্থান হবে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে।”
গুয়াগাছিয়ায় স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের স্থানীয়দের দাবির বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, অস্থায়ী ক্যাম্পকে স্থায়ী করার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। এ ক্যাম্প এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অবৈধ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, “অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ চলছে। পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুলিশ টহল আরও জোরদার করা হবে, নদীপথেও কঠোর নজরদারি বাড়ানো হবে।”
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি।
একইসঙ্গে কৃষি উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করা জাহাঙ্গীর আলম বলেন, আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কোল্ড স্টোরেজে আলুর দাম কেজিপ্রতি ২২ টাকা নির্ধারণ করেছে।
তিনি বলেন, “আলুর দাম কমে আসবে। প্রয়োজনে সরকার ৫০ হাজার টনের বেশি আলু কিনবে।”
এ সময় ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম উপস্থিত ছিলেন।