সৌদি আরবে ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ সম্মেলনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ

সৌদি আরবে অনুষ্ঠিতব্য ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (FII9) সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে সৌদি সরকার। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর ২০২৫, রিয়াদে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে তাকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।
রবিবার (২৭ জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ২০১৭ সাল থেকে শুরু হওয়া এই বার্ষিক সম্মেলনে এবারই প্রথম কোনো বাংলাদেশি সরকারপ্রধানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলো।
প্রধান উপদেষ্টা সৌদি যুবরাজকে এই গুরুত্বপূর্ণ সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং সম্মেলনে উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করেন।
জানা গেছে, গত বছর অনুষ্ঠিত FII সম্মেলনে বিশ্বখ্যাত বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ মোট ৮,৫০০ জন অংশগ্রহণ করেছিলেন। পূর্ববর্তী সম্মেলনগুলোতে একাধিক রাষ্ট্রপ্রধানের উপস্থিতিও ছিল।
এছাড়াও, প্রধান উপদেষ্টা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। যুবরাজ সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং পারস্পরিক সুবিধাজনক সময়ে সফরটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
তথ্যসূত্র: BSS