প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা

ছবিঃ সংগ্রহকৃত
দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, আজ বিকেল ৫টা ও ৬টার মধ্যে দুই দফায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রথম দফার বৈঠকে যেসব নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন, তারা হলেন:
কর্ণেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম; মাহমুদুর রহমান মান্না; সাইফুল হক; জোনায়েদ সাকি; হাসনাত কায়্যুম; মুজিবুর রহমান মঞ্জু; মুজাহিদুল ইসলাম সেলিম; খালেকুজ্জামান ভূঁইয়া; টিপু বিশ্বাস; শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
দ্বিতীয় দফায় যেসব ইসলামপন্থী নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন, তারা হলেন:
মাওলানা সাদিকুর রহমান; মাওলানা রেজাউল করিম; মাওলানা মামুনুল হক; মাওলানা আহমদ আবদুল কাদের; মাওলানা আজিজুল হক ইসলামাবাদী; মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী; নুরুল হক নূর; মাওলানা মূসা বিন ইজহার ও মুফতি মাওলানা শাখাওয়াত হোসেন রাজী।
উল্লেখ্য, এই বৈঠকগুলো দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে বিভিন্ন মতামত ও প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য অনুষ্ঠিত হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।