ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (DMTCL) ১২০টি পদে নিয়োগ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (DMTCL) ১২০টি পদে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
সংশোধনঃ মে 3, 2025 8:01 অপরাহ্ন

আবেদন শুরু: ৪ মে | আবেদন শেষ: ৪ জুন | ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL) বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২৪টি ক্যাটাগরিতে ১২০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।


বিজ্ঞপ্তির মূল তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)
  • পদের সংখ্যা: ১২০টি
  • পদের ধরন: স্থায়ী
  • পদ ক্যাটাগরি: ২৪টি
  • আবেদনের মাধ্যম: অনলাইন
  • আবেদন শুরু: ৪ মে ২০২৫, সকাল ১১:০০টা
  • আবেদনের শেষ সময়: ৪ জুন ২০২৫, বিকেল ৫:০০টা
  • আবেদনের ওয়েবসাইট: dmtcl.teletalk.com.bd

বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)

আবেদন শুরু: ৪ মে | আবেদন শেষ: ৪ জুন | ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL) বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২৪টি ক্যাটাগরিতে ১২০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন শুরু: ৪ মে | আবেদন শেষ: ৪ জুন | ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL) বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২৪টি ক্যাটাগরিতে ১২০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

কিছু গুরুত্বপূর্ণ পদ ও শূন্যপদ

  • সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) – ১টি
  • সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ) – ১টি
  • অ্যাকাউন্টস অফিসার – ১টি
  • সিকিউরিটি অফিসার – ৩টি
  • সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) – ৫টি
  • জুনিয়র মার্কেটিং অফিসার – ২টি
  • সেমি স্কিল্ড মেইনটেইনার – ৮০টি
  • সেমি স্কিল্ড মেশিন অপারেটর – ৪টি
  • সেমি স্কিল্ড ড্রাইভার – ১টি

যোগ্যতা ও শর্তাবলি

  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর
  • বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর (১ মে ২০২৫ তারিখে)
  • অভিজ্ঞতা: কিছু পদের জন্য অভিজ্ঞতা আবশ্যক, বাকিগুলোর জন্য নয়
  • প্রার্থীর নাগরিকত্ব: শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারবেন
  • জেলা কোটা: দেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন

আবেদন পদ্ধতি

১. আবেদন করতে হবে dmtcl.teletalk.com.bd ওয়েবসাইটে
২. নির্ধারিত ফরম পূরণ করে সাবমিট করার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রাপ্ত হবেন
৩. টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে ফি প্রদান করতে হবে

আবেদন ফি (পদের গ্রেড অনুযায়ী):

  • ১১২/১৬৮/২২৩ টাকা

নিয়োগ প্রক্রিয়া

  • লিখিত পরীক্ষা
  • ব্যবহারিক পরীক্ষা (যেসব পদের জন্য প্রযোজ্য)
  • মৌখিক পরীক্ষা
  • প্রাথমিক বাছাইয়ের পর ভেরিফিকেশন

ভাইভার সময় যা যা সঙ্গে আনতে হবে

  • আবেদন ফরমের কপি ও প্রবেশপত্র
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (মূল কপি)
  • জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদ
  • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার চরিত্র সনদ
  • কোটার ক্ষেত্রে প্রয়োজনীয় সনদ

ফলাফল ও অন্যান্য তথ্য

সব তথ্য, পরীক্ষার সময়সূচি ও ফলাফল www.dmtcl.gov.bd এবং dmtcl.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত হবে।
এসএমএসের মাধ্যমেও প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।


সূত্রঃ dmtcl

সম্পর্কিত-
0%
0%
0%
0%