বাংলাদেশ ব্যাংকের অধীন ১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠানে কর্মকর্তা নিয়োগ, পদের সংখ্যা ১,৮৮০
সবচেয়ে বেশি পদ বাংলাদেশ কৃষি ব্যাংকে; আবেদন করা যাবে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকের অধীন ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (সাধারণ)’ পদে মোট ১,৮৮০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১,২৮৯টি পদ রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকে। আগ্রহী প্রার্থীদের ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে।
যে সব ব্যাংকে পদ রয়েছে
মোট পদসংখ্যা: ১,৮৮০
১. সোনালী ব্যাংক পিএলসি — ২২৬টি
২. রূপালী ব্যাংক পিএলসি — ৩০টি
৩. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি — ১৩৯টি
৪. বেসিক ব্যাংক পিএলসি — ৫০টি
৫. বাংলাদেশ কৃষি ব্যাংক — ১,২৮৯টি
৬. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক — ৪৮টি
৭. বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন — ২০টি
৮. কর্মসংস্থান ব্যাংক — ৮টি
৯. আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক — ৩৩টি
১০. প্রবাসী কল্যাণ ব্যাংক — ২০টি
১১. পল্লী সঞ্চয় ব্যাংক — ১৭টি
শিক্ষাগত যোগ্যতা
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদী স্নাতক/সম্মান ডিগ্রি
- এসএসসি/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে অন্তত একটি প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে
- কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়
- সিজিপিএর ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য
বেতন-ভাতা
জাতীয় বেতনস্কেল অনুযায়ী ১৬,০০০–৩৮,৬৪০ টাকা, সঙ্গে নিয়মানুসারে অন্যান্য সুবিধা।
বয়সসীমা
- ন্যূনতম: ২১ বছর
- সর্বোচ্চ: ৩২ বছর
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ–সংক্রান্ত ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। আগে নিবন্ধন করা প্রার্থীরা বিদ্যমান সিভি ব্যবহার করেও আবেদন করতে পারবেন। বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটেই পাওয়া যাবে।
আবেদন ফি
- ২০০ টাকা
- আবেদন জমার পর ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে
আবেদনের শেষ সময়
৩০ নভেম্বর ২০২৫
আবেদন করুন