অস্ট্রেলিয়ান গায়িকা সিয়ার কাছ থেকে প্রতি মাসে দুই লাখ ৫০ হাজার ডলারের বেশি ভরণপোষণ দাবি করেছেন তার প্রাক্তন স্বামী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ 15 অক্টোবর 2025, 06:07 অপরাহ্ন
অস্ট্রেলিয়ান গায়িকা সিয়ার কাছ থেকে প্রতি মাসে দুই লাখ ৫০ হাজার ডলারের বেশি ভরণপোষণ দাবি করেছেন তার প্রাক্তন স্বামী

অস্ট্রেলিয়ার জনপ্রিয় গায়িকা সিয়া পূর্ণ নাম সিয়া ফারলার-এর প্রাক্তন স্বামী ড্যানিয়েল বার্নার্ড যুক্তরাষ্ট্রের আদালতে প্রতি মাসে দুই লাখ ৫০ হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি টাকার বেশি ভরণপোষণ দাবি করেছেন। আদালতের নথিতে জানা গেছে, এই অর্থ তিনি নিজের “বিলাসবহুল ও উচ্চবিত্ত জীবনযাপন বজায় রাখার” জন্য প্রয়োজন বলে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

সিয়া ২০২৫ সালের মার্চ মাসে “অমিলনীয় মতপার্থক্য” উল্লেখ করে ড্যানিয়েলের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন।

আদালতের নথিতে ড্যানিয়েল বার্নার্ড, যিনি পেশায় একজন সাবেক চিকিৎসক, দাবি করেছেন যে তিনি সিয়ার আর্থিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। বিবাহের পর তিনি নিজের চাকরি ছেড়ে সিয়ার সঙ্গে একটি স্বল্পস্থায়ী চিকিৎসা ব্যবসা শুরু করেছিলেন, যা টেকেনি।

তিনি জানান, তাদের মাসিক খরচ ছিল চার লাখ ডলারেরও বেশি—যার মধ্যে ব্যক্তিগত জেট ভ্রমণ, বিলাসবহুল ছুটি, দামি রেস্টুরেন্টে খাওয়া এবং একাধিক ফুল-টাইম কর্মচারীর বেতন অন্তর্ভুক্ত ছিল।

বিজ্ঞাপন

৪৭ বছর বয়সী বার্নার্ড আদালতে লিখেছেন, “আমাদের কখনোই জীবনযাত্রার খরচ নিয়ে ভাবতে হতো না।” তিনি দাবি করেন, “সিয়া আমাদের সংসারের প্রধান উপার্জনকারী ছিলেন,” তাই এই অস্থায়ী ভরণপোষণ আদেশটি “একান্ত প্রয়োজনীয়।”

তিনি আরও বলেন, চিকিৎসা পেশায় ফিরে আসতে হলে তাকে আবারও কয়েক বছরের প্রশিক্ষণ নিতে হবে এবং কঠিন কয়েকটি পরীক্ষা পাস করতে হবে, যা সময়সাপেক্ষ।

এছাড়া তিনি আইনি ব্যয় ও ফরেনসিক হিসাবের খরচ মেটানোর জন্য অতিরিক্ত অর্থও দাবি করেছেন।

এই বিষয়ে সিয়ার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: বিবিসি

28.6%
28.6%
28.6%
14.3%