বলিউড বাদশাহ শাহরুখ খানের সম্পদ ১.৪ বিলিয়ন ডলার, প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে

বলিউড বাদশাহ শাহরুখ খানের সম্পদ ১.৪ বিলিয়ন ডলার, প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ অক্টোবর 3, 2025 7:04 অপরাহ্ন

বলিউড সুপারস্টার শাহরুখ খান প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে নাম লিখিয়েছেন। ভারতের অন্যতম ধনী ব্যক্তিদের নিয়ে প্রকাশিত হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫–এ দেখা গেছে, ৫৯ বছর বয়সী এই তারকার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১.৪ বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় ১৬ হাজার ৬৬০ কোটি টাকা।

বিজ্ঞাপন

এতে তিনি যুক্ত হয়েছেন বিশ্বের সেলিব্রিটি বিলিয়নিয়ারদের কাতারে, যেখানে আছেন হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগার, পপ তারকা রিহানা, গলফার টাইগার উডস এবং গায়িকা টেলর সুইফট। ফোর্বসের হিসাবে তাঁদের সম্পদ প্রায় ১.৬ বিলিয়ন ডলার।

শাহরুখের সম্পদের মূল উৎস

হুরুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা আনাস রহমান জুনাইদ জানিয়েছেন, শাহরুখ খানের বিলিয়নিয়ার হওয়ার পেছনে বড় অবদান রেখেছে তাঁর মালিকানাধীন প্রোডাকশন হাউজ রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স–এ শেয়ার।

এছাড়া চলচ্চিত্র থেকে আয়, বিজ্ঞাপন এবং বিশ্বের বিভিন্ন স্থানে রিয়েল এস্টেট বিনিয়োগ থেকেও বিপুল সম্পদ অর্জন করেছেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

বলিউড থেকে আরও যারা তালিকায়

শুধু শাহরুখ নন, আরও কয়েকজন বলিউড তারকা এ বছরের হুরুন তালিকায় জায়গা করে নিয়েছেন।

  • জুহি চাওলা ও তাঁর পরিবার – ৮৮০ মিলিয়ন ডলার
  • হৃতিক রোশন – ২৬০ মিলিয়ন ডলার
  • করন জোহর – ২০০ মিলিয়ন ডলার
  • অমিতাভ বচ্চন ও তাঁর পরিবার – ১৮৩ মিলিয়ন ডলার

২০২৪ সালে করন জোহর তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনস–এর ৫০% শেয়ার ভারতের শীর্ষ ভ্যাকসিন প্রস্তুতকারক আদার পুনাওয়াল্লার কাছে বিক্রি করেন প্রায় ১১৯ মিলিয়ন ডলারে।

ভারতে সম্পদ সৃষ্টির নতুন ধারা

হুরুন ইন্ডিয়ার মতে, ভারতের অর্থনীতির পরিবর্তনশীল ধারা বিনোদন, খেলাধুলা ও মেধাস্বত্বভিত্তিক ব্যবসাকে নতুন ধনী শ্রেণি তৈরির গুরুত্বপূর্ণ খাত হিসেবে প্রতিষ্ঠা করেছে।

যেভাবে যুক্তরাষ্ট্রে একসময় ধনী তালিকা শিল্পপতি ও ব্যাংকারদের দখলে থাকলেও পরে সেখানে জায়গা করে নেন মাইকেল জর্ডান, লেব্রন জেমস, ওপরা উইনফ্রে ও বিয়ন্সের মতো সেলিব্রিটি, ভারতে সেই একই ধারা দেখা যাচ্ছে।

২০২৫ সালের তালিকা অনুযায়ী, ভারতে এ বছর বিলিয়নিয়ার সংখ্যা ৩৫০-এর বেশি। এর মধ্যে শীর্ষে রয়েছেন মুকেশ আম্বানি ও গৌতম আদানি


সম্পর্কিত- অভিনেতা
0%
0%
0%
0%