সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রের মানোন্নয়নে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রের মানোন্নয়নে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ আগস্ট 21, 2025 11:26 পূর্বাহ্ন

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রের মানোন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদানপ্রাপ্ত প্রযোজকদের প্রথম কিস্তির অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, চলচ্চিত্রের মান উন্নয়নের অংশ হিসেবে মন্ত্রণালয়ের উদ্যোগে একটি কর্মশালা আয়োজন করা হবে। সেখানে চলচ্চিত্র নির্মাণ বিষয়ে বিশেষজ্ঞরা অংশ নেবেন। তিনি আশা প্রকাশ করেন, এই কর্মশালা দেশের চলচ্চিত্রের মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এবার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। এ বছর অনুদানপ্রাপ্ত ছবিগুলোর গল্পে বৈচিত্র্য রয়েছে।

জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, প্রকৃত ঘটনাকে বিবেচনায় রেখে সংবেদনশীলতার সঙ্গে এসব চলচ্চিত্র নির্মাণ করতে হবে।

অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, সরকারি অনুদানে নির্মিত সব চলচ্চিত্র বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণ করা হবে। ফিল্ম আর্কাইভ কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় এসব চলচ্চিত্র প্রদর্শনেরও ব্যবস্থা করবে।

তিনি প্রযোজকদের নির্ধারিত সময়ের মধ্যে চলচ্চিত্র নির্মাণ কার্যক্রম শেষ করার আহ্বান জানান। একই সঙ্গে দুঃখ প্রকাশ করে বলেন, অতীতে অনেক প্রযোজক নির্ধারিত সময়ের মধ্যে অনুদানের চলচ্চিত্র নির্মাণ সম্পন্ন করতে পারেননি, যা অনাকাঙ্ক্ষিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবির, অতিরিক্ত সচিব মো. কাউসার আহমেদ ও নূর মো. মাহবুবুল হক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি এবং অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের প্রযোজকরা।

উল্লেখ্য, এ বছর সরকারি অনুদানে নির্বাচিত ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য প্রথম কিস্তিতে প্রতিটি ছবিকে ১৫ লাখ টাকা করে মোট ১ কোটি ৮০ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য প্রতিটি ছবিকে ৬ লাখ টাকা করে মোট ১ কোটি ২০ লাখ টাকা দেওয়া হয়েছে।

শর্তসাপেক্ষে প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চার কিস্তিতে মোট ৭৫ লাখ টাকা এবং প্রতিটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চার কিস্তিতে মোট ২০ লাখ টাকা অনুদান পাবে।


তথ্যসূত্র: BSS

0%
0%
0%
0%