প্রখ্যাত অভিনেতা জসিমের ছেলে ও ব্যান্ড ‘Owned’-এর লিড ভোকাল একে রতুল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন

প্রখ্যাত অভিনেতা জসিমের ছেলে ও ব্যান্ড 'Owned'-এর লিড ভোকাল একে রতুল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জুলাই 27, 2025 9:43 অপরাহ্ন

প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা জসিমের পুত্র এবং জনপ্রিয় রক ব্যান্ড ‘Owned’-এর লিড ভোকাল ও বেস গিটারিস্ট একে রতুল আর নেই। রবিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে দ্রুত উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে লুবনা হাসপাতালে স্থানান্তর করা হয়। লুবনা হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ব্যান্ডটির গীতিকার সিয়াম ইবনে আলম সংবাদটি নিশ্চিত করেছেন। তিনি জানান, রতুল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

রতুলের সঙ্গীত যাত্রা শুরু হয় ‘Owned’ ব্যান্ডের মাধ্যমে। ২০১৪ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘One’ এবং এরপর ২০১৭ সালে আসে দ্বিতীয় অ্যালবাম ‘Two’। তাদের অনন্য সাউন্ড ও গভীর গীতিকবিতার জন্য ব্যান্ডটি দ্রুতই বাংলাদেশের বিকল্প রক সংগীত জগতে জায়গা করে নেয়।

শুধু গায়ক হিসেবেই নয়, একে রতুল ছিলেন একজন দক্ষ সংগীত প্রযোজকও। তিনি দেশের বেশ কয়েকটি খ্যাতনামা ব্যান্ডের অ্যালবামে প্রযোজনা করেছেন, যা শ্রোতাদের মাঝে বেশ প্রশংসিত হয়েছে।

তার এমন আকস্মিক মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও সংগীতপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে স্মরণ করছেন তাকে।
রতুলের প্রয়াণে দেশের সঙ্গীত অঙ্গন এক প্রতিভাবান শিল্পীকে হারালো, যিনি তার অনন্য কণ্ঠ, সুর এবং সংগীতপ্রতিভা দিয়ে অনেক শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

সম্পর্কিত-
0%
33.3%
33.3%
33.3%