রণবীর কাপুর আসছেন ‘ধুম ৪’(Dhoom 4)-এ ভিলেন রূপে, রয়েছে আরও চমকপ্রদ সিনেমার লাইনআপ!

রণবীর কাপুর আসছেন ‘ধুম ৪’(Dhoom 4)-এ ভিলেন রূপে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জুন 3, 2025 7:30 অপরাহ্ন

বলিউড তারকা রণবীর কাপুর বর্তমানে একের পর এক আলোচিত প্রজেক্টে কাজ করছেন। ‘ধুম ৪’(Dhoom 4)–এর পাশাপাশি তার হাতে রয়েছে ‘লাভ অ্যান্ড ওয়ার’, ‘অ্যানিম্যাল পার্ক’ এবং বহু প্রতীক্ষিত পৌরাণিক ছবি ‘রামায়ণ’।

রণবীর কাপুরকে নিয়ে নতুন করে শুরু হচ্ছে ‘ধুম ৪’(Dhoom 4)

রণবীর কাপুর শীঘ্রই ‘ধুম ৪’-এ মুখ্য চরিত্রে (মূল ভিলেন হিসেবে) অভিনয় করতে চলেছেন। ইয়াশ রাজ ফিল্মসের (YRF) জনপ্রিয় অ্যাকশন-হাইস্ট ফ্র্যাঞ্চাইজিটির এই নতুন কিস্তি হবে একটি আধুনিক ও স্টাইলিশ রিবুট।

প্রতিবেদন অনুযায়ী, ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত পরিচালক অয়ন মুখার্জি ‘ধুম ৪’ পরিচালনা করতে যাচ্ছেন। ছবিটির শুটিং শুরু হবে ২০২৬ সালের এপ্রিল মাসে এবং নির্মাতারা বছর শেষের আগেই এর কাজ শেষ করতে চান। লক্ষ্য – ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি।

YRF প্রধান আদিত্য চোপড়া নিজে এই প্রজেক্টের গল্পে গভীরভাবে যুক্ত রয়েছেন, সঙ্গে রয়েছেন চিত্রনাট্যকার শ্রদ্ধার রঘবন।

রণবীর হবেন নতুন ভিলেন

‘ধুম’ সিরিজ বরাবরই স্টাইলিশ ভিলেনদের জন্য বিখ্যাত। এবার সেই ঐতিহ্য ধরে রাখতে রণবীর কাপুরকেই ভিলেন হিসেবে বেছে নেওয়া হয়েছে। একটি সূত্র জানিয়েছে, রণবীরের অনস্ক্রিন ক্যারিশমা মাথায় রেখে তার চরিত্রটি গড়ে তোলা হচ্ছে।

নতুন এই রিবুট আন্তর্জাতিক মানের অ্যাকশন উপস্থাপন করবে, তবে এটি YRF-এর স্পাই ইউনিভার্স থেকে ভিন্ন এক ধরণের টোন ও স্টাইল বজায় রাখবে।

তবে ‘ধুম’ সিরিজের পরিচিত পুলিশ জুটি জয় ও আলির চরিত্রে এবার কারা অভিনয় করবেন, তা এখনও প্রকাশ্যে আসেনি। শোনা যাচ্ছে, দুটি তরুণ মুখকেই এই চরিত্রে নেওয়া হবে, যারা নতুন প্রজন্মের দর্শকদের কাছে এই সিরিজকে নতুনভাবে উপস্থাপন করবেন।

রণবীরের পারিশ্রমিক কত?

‘অ্যানিম্যাল’ সিনেমার জন্য রণবীর কাপুর প্রথমে ₹৭০ কোটি পারিশ্রমিক নেন বলে জানা গিয়েছিল, যদিও ২০২৩ সালের শেষদিকে সেটি কমিয়ে ₹৩৫ কোটি করা হয়।

তবে ‘ধুম ৪’-এর ক্ষেত্রে রণবীরের পারিশ্রমিক প্রায় ₹১০০ কোটি হতে পারে বলে ইন্ডাস্ট্রির একটি গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে কোনও অফিসিয়াল ঘোষণা এখনো আসেনি।

অয়ন মুখার্জির পরিচালনায় এটি হবে রণবীরের আরও একটি মেগা প্রজেক্ট। অয়ন বর্তমানে ‘ওয়ার ২’-এর পোস্ট-প্রোডাকশন নিয়ে ব্যস্ত, যেখানে অভিনয় করছেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদভানি। এই সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ১৪ আগস্ট।

পুরনো কাস্ট নয়, একেবারে নতুন রূপে ফিরছে ‘ধুম’

আগের সিনেমাগুলোর মতো পুরনো কাস্টকে এখানে দেখা যাবে না। পুরো ফ্র্যাঞ্চাইজিকে নতুন ভাবে সাজানো হচ্ছে। থাকবে একেবারে ফ্রেশ চরিত্র ও নতুন গল্প, যা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। ‘ধুম ৪’-এর সৃজনশীল দলটির নেতৃত্বে রয়েছেন বিজয় কৃষ্ণ আচার্য এবং আদিত্য চোপড়া।

রণবীর কাপুরের ভবিষ্যৎ প্রজেক্ট

‘ধুম ৪’-এর পাশাপাশি রণবীর কাপুরের হাতে রয়েছে আরও বড় প্রজেক্ট। তিনি অভিনয় করবেন সঞ্জয় লীলা ভানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী থাকবেন আলিয়া ভাট ও ভিকি কৌশল।

এছাড়াও রণবীর ফিরছেন ‘অ্যানিম্যাল পার্ক’-এ, যা ‘অ্যানিম্যাল’ সিনেমার সিক্যুয়েল এবং পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিকল্পিত ট্রিলজির একটি অংশ।

সবচেয়ে বড় চমক হচ্ছে ‘রামায়ণ’। এই পৌরাণিক মহাকাব্য ভিত্তিক সিনেমায় রণবীর অভিনয় করবেন ভগবান রামের ভূমিকায়। পরিচালনায় আছেন নীতেশ তিওয়ারি। সেখানে সীতা চরিত্রে থাকছেন সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় রয়েছেন কেজিএফ খ্যাত অভিনেতা যশ। বিশাল ₹৮৩৫ কোটি বাজেটের এই সিনেমা মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে।

‘ধুম ৪’, ‘অ্যানিম্যাল পার্ক’, ‘রামায়ণ’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর মতো ব্যতিক্রমধর্মী সিনেমা নিয়ে রণবীর কাপুর বর্তমানে বলিউডে অন্যতম ব্যস্ত ও চর্চিত অভিনেতা। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি যেমন দর্শকদের চমকে দিচ্ছেন, তেমনি আন্তর্জাতিক স্তরের সিনেমা উপহার দেওয়ার প্রতিশ্রুতিও রাখছেন।

ভারতীয় ও আন্তর্জাতিক উভয় বাজারেই তার এই সিনেমাগুলি ব্যাপকভাবে সাড়া ফেলবে বলেই আশা করা হচ্ছে।

সম্পর্কিত-
0%
0%
0%
0%