রাশা কে? সঞ্জয় দত্তের প্রশ্নে অবাক ভক্তরা, রাভিনার মেয়েকে চিনতে না পারার ভিডিও ভাইরাল
‘কে?’ রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা ঠাডানিকে চিনতেই পারলেন না সঞ্জয় দত্ত, ভাইরাল ভিডিও

ছবিঃ সংগ্রহকৃত
বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত আবারো তার সরল স্বভাব ও মাটির কাছাকাছি ব্যবহার দিয়ে মন জয় করে নিয়েছেন ভক্তদের। সম্প্রতি মুম্বাইয়ের প্রবল বৃষ্টির মধ্যে এক ইভেন্ট শেষ করে গাড়ির দিকে যাওয়ার সময়, বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকা পাপারাজ্জিদের উদ্দেশ্যে তিনি বলেন, “যা না রে, বাড়ি যাও। বৃষ্টি হচ্ছে।” এই মন্তব্যে স্পষ্ট যে শুধু নিজের কথা নয়, অন্যদের কষ্টও ভাবেন ‘সঞ্জু বাবা’।
পাপারাজ্জিদের জিজ্ঞাসা— ‘কে রাশা?’
ঘটনার সময় সঞ্জয় দত্ত তার স্ত্রী মান্যতা দত্তের সঙ্গে ছিলেন। পাপারাজ্জিরা তখন তাদের ছাড়াও আরেক “নতুন মেয়ের” জন্য অপেক্ষা করছিলেন। সঞ্জয় জানতে চান, “কে?” জবাবে তারা বলেন, “রাশা।” কিছুটা অবাক হয়ে সঞ্জয় জিজ্ঞাসা করেন, “কে রাশা?” তখন পাপারাজ্জিরা জানান, সে রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা ঠাডানি।
সঞ্জয় দত্ত এরপর বলেন, “আচ্ছা, যাও, ওর ছবি তোলো।”
চলার পথে সঞ্জয় আরও একবার তার চেনা মেজাজে পাপারাজ্জিদের জিজ্ঞেস করেন, “খাবার-দাবার খেয়েছো তো?”
নেটদুনিয়ায় হইচই
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ফ্যানরা একদিকে যেমন হাসতে শুরু করেছেন, অন্যদিকে বিস্মিতও হয়েছেন যে ৯০-এর দশকে রাভিনা ট্যান্ডনের সঙ্গে ‘আতিশ’, ‘ক্ষত্রিয়’, ‘জং’, ‘LOC কারগিল’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করা সঞ্জয় দত্ত কীভাবে রাভিনার মেয়েকে চিনলেন না?
তবে অনেকেই বলেছেন, সঞ্জয় দত্তের এই সহজ-সরল আচরণই তাকে এত জনপ্রিয় করে তুলেছে। তার “সঞ্জু বাবা” স্টাইলের সংলাপ আর মানুষকে গুরুত্ব দেওয়ার স্বভাব দেখে নেটিজেনরা বলছেন, “এটাই তো আসল তারকা, যিনি তারকা হয়েও সবসময় সাধারণ মানুষদের পাশে থাকেন।”