দাবি আদায়ে ২০ দিন পর আবারও রাজপথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা

দাবি আদায়ে ২০ দিন পর আবারও রাজপথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ সেপ্টেম্বর 17, 2025 7:08 অপরাহ্ন

দাবি আদায়ে ফের রাজপথে নেমেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা। বুধবার ১৭ সেপ্টেম্বর সকালে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে মিছিল নিয়ে অবরোধ বিক্ষোভে অংশ নেন কৃষি ডিপ্লোমাসহ বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আন্দোলনে একাত্মতা জানান তাদের শিক্ষকরা। এতে প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা সড়ক ও রেলপথে যান চলাচল বন্ধ থাকে, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা সরকার গঠিত কমিটি বর্জনের ঘোষণা দিয়ে অভিযোগ করেন, ১৯ সদস্যের কমিটিতে মাত্র একজন ডিপ্লোমা প্রতিনিধি রাখা হয়েছে। এতে বৈষম্য সৃষ্টি হয়েছে বলে দাবি করে তারা বলেন, একপক্ষকে সুবিধা দেওয়া হচ্ছে। আন্দোলনকারীরা অভিযোগ করেন,

“আমাদেরকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে জবাই করা ও গুলি করে হত্যার।” তারা এর তীব্র নিন্দা জানান।

শিক্ষার্থীরা সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন,

বিজ্ঞাপন

তাদের দাবি না মানা হলে সরকারি ৫০টি এবং বেসরকারি ৬০০-এর বেশি পলিটেকনিক বন্ধ ঘোষণা করবেন। তারা স্পষ্ট করে জানান, সাধারণ জনগণকে ভোগান্তিতে ফেলাই তাদের উদ্দেশ্য নয়, বরং দাবি আদায়ের শক্তি দেখাতেই এই কর্মসূচি।

এদিকে দিনাজপুর, ফেনী ও রাজশাহীতে রেলপথ এবং গাজীপুর, বরিশাল, যশোর ও গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা একইভাবে বিক্ষোভ করেন।

অন্যদিকে সচিবালয়ে বৈঠক শেষে উপদেষ্টা ফয়জুল কোভিদ জানান,

বিসিএস ও ডিপ্লোমা প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত কমিটির সুপারিশ না আসা পর্যন্ত উভয়পক্ষই আন্দোলন স্থগিত রাখার আশ্বাস দিয়েছে। তিনি বলেন, “জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সমাধানই সবচেয়ে উত্তম সমাধান হবে।”

সম্পর্কিত- আন্দোলন
0%
0%
0%
0%