শরীয়তপুর জেলার গুণী প্রধান শিক্ষক ২০২৫ নির্বাচিত হলেন জনাব শাহিনুল ইসলাম

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের ঢালীর বাজার সংলগ্ন ৩৬নং পশ্চিম কোদালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহিনুল ইসলাম জেলা পর্যায়ে গুণী প্রধান শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন।
জানা যায়, জেলা শিক্ষা অফিস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে যাচাই-বাছাই করে প্রতিবছর গুণী শিক্ষক নির্বাচন করে থাকে। পুরো শরীয়তপুর জেলায় শত শত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজারেরও বেশি শিক্ষক কর্মরত আছেন। এদের মধ্যে থেকে ৬টি উপজেলার শিক্ষকরা প্রাথমিকভাবে মনোনীত হন, পরে সেখান থেকে একজন প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষককে “গুণী শিক্ষক” হিসেবে চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়।
এ বছর জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে পশ্চিম কোদালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহিনুল ইসলামকে মনোনীত করা হয়েছে।
গুণী শিক্ষক নির্বাচন হয় মোট ১৩টি মানদণ্ডের ভিত্তিতে। এর মধ্যে রয়েছে—শিক্ষাগত যোগ্যতা, পেশাগত নিষ্ঠা, ছাত্র-শিক্ষকের সঙ্গে সুসম্পর্ক, শিক্ষার্থীদের সামাজিকীকরণ, মানবিক গুণাবলি, শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন, বিজ্ঞানমনস্কতা, একাডেমিক উৎকর্ষ সাধন ও শিক্ষার্থীদের সঠিকভাবে মূল্যায়ন করা ইত্যাদি। সব ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখার কারণেই তিনি এ সম্মান অর্জন করেছেন।
গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়ে শাহিনুল ইসলাম বলেন,
“এটি আমার জীবনের এক গর্বের মুহূর্ত। তবে এই অর্জন শুধু আমার নয়, বরং আমার সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী এবং জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সহযোগিতার ফল।”
এর আগে তিনি একাধিকবার উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে ছিলেন। জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পাওয়া শরীয়তপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সম্মান হিসেবে বিবেচিত হচ্ছে।