জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা ১৫ সেপ্টেম্বর প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা ১৫ সেপ্টেম্বর প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ সেপ্টেম্বর 12, 2025 10:14 পূর্বাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৪টায় প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

এদিন বিকাল ৪টা থেকে মেধা তালিকা SMS এর মাধ্যমে (nuathnroll no টাইপ করে 16222 নম্বরে পাঠালে) জানা যাবে এবং রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) প্রকাশিত হবে।

ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা

  • মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা যদি পূর্বে (২০২৩-২৪ শিক্ষাবর্ষে) অন্য কোনো শিক্ষাবর্ষে ভর্তি থেকে থাকে, তবে তাদেরকে অবশ্যই ২৩ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে সেই ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তাদের বর্তমান ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
  • ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।

ভর্তি কার্যক্রমের সময়সূচি

১. ভর্তি ফরম পূরণ ও প্রিন্ট/পিডিএফ সংগ্রহ

  • সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • স্থান: www.nu.ac.bd/admissions → Applicant Login → Honours Login

২. চূড়ান্ত ভর্তি ফরম ও রেজিস্ট্রেশন ফি (৫৬৫ টাকা) কলেজে জমা

বিজ্ঞাপন
  • সময়: ১৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • মাধ্যম: কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি জমা

৩. কলেজ কর্তৃক ভর্তি নিশ্চয়ন

  • সময়: ১৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • কলেজকে শিক্ষার্থীর তথ্য ও ছবি সনদপত্র ও নম্বরপত্রের সাথে মিলিয়ে যাচাই করে ভর্তি নিশ্চিত করতে হবে। কোনো অসংগতি পাওয়া গেলে ভর্তি নিশ্চয়ন না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে হবে।

৪. রেজিস্ট্রেশন ফি জমা (সোনালী ব্যাংক)

  • কলেজকে Admission Payment Info (Honours) থেকে Pay Slip ডাউনলোড করে 0218100000134 নম্বর হিসাবের মাধ্যমে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় ফি জমা দিতে হবে এবং রশিদ সংগ্রহ করতে হবে।

তথ্যসূত্র: জাতীয় বিশ্ববিদ্যালয়

সম্পর্কিত- পরীক্ষার ফলাফল
0%
0%
0%
0%