ঢাকা বোর্ডের পুনঃনিরীক্ষায় এসএসসিতে ২৮৬ শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন

ঢাকা বোর্ডের পুনঃনিরীক্ষায় এসএসসিতে ২৮৬ শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন
নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশঃ আগস্ট 10, 2025 12:57 অপরাহ্ন

এই বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল পুনঃনিরীক্ষায় মোট ২৮৬ জন ছাত্র-ছাত্রী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। পুনঃনিরীক্ষার ফলে প্রথম ফলাফলে ফেল করা ২৯৩ জন পরীক্ষার্থী পাশ করেছেন। পুনঃনিরীক্ষার ফল আজ, রোববার প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর জানিয়েছেন, এ বছর মোট ৯২,৬৭৬ জন প্রার্থী ২২২,৫৩৩ কাগজপত্রের জন্য ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন। তাদের মধ্যে ২,৯৪৬ জনের গ্রেড বদলেছে।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার প্রথম দিন ছিল ১০ জুলাই। সাধারণ শিক্ষা বিভাগের নয়টি বোর্ডের অধীনে মোট ১,৪৭৯,৩১০ জন কেবলমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছেন। তাদের মধ্য থেকে ১,০০৬,৫৫৪ জন পাস করেছেন। পাসের হার ৬৮.০৪ শতাংশ হয়েছে, যা গত বছরের ৮৩.৭৭ শতাংশ থেকে কমেছে।

জিপিএ-৫ পাওয়ার সংখ্যা গত বছরের তুলনায় ৩৮,৮২৭ জন কমে এ বছর প্রথমে দাঁড়িয়েছিল ১১২,১৯১-এ; পুনঃনিরীক্ষার পর এটি সামান্য বাড়তে করে ১২৫,০১৮ জনে এসে পৌঁছায়।

বিজ্ঞাপন
সম্পর্কিত- এস এস সি
0%
0%
0%
0%