৪০ বিলিয়ন ডলারে ‘অ্যালাইন্ড ডেটা সেন্টারস’ অধিগ্রহণ করছে ব্ল্যাকরক, এনভিডিয়া, মাইক্রোসফট ও এক্সএআই-এর যৌথ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ 15 অক্টোবর 2025, 06:16 অপরাহ্ন
৪০ বিলিয়ন ডলারে ‘অ্যালাইন্ড ডেটা সেন্টারস’ অধিগ্রহণ করছে ব্ল্যাকরক, এনভিডিয়া, মাইক্রোসফট ও এক্সএআই-এর যৌথ উদ্যোগ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামো সম্প্রসারণে নতুন এক বিশাল চুক্তির ঘোষণা এসেছে। ব্ল্যাকরক, এনভিডিয়া, মাইক্রোসফট ও এলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই মিলে গঠিত একটি বিনিয়োগকারী গোষ্ঠী ৪০ বিলিয়ন ডলার মূল্যে অ্যালাইন্ড ডেটা সেন্টারস নামের প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করছে।

বিজ্ঞাপন

এই চুক্তি বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চালানোর জন্য প্রয়োজনীয় ব্যয়বহুল ও সীমিত সরবরাহের অবকাঠামো নির্মাণে তীব্র প্রতিযোগিতার প্রতিফলন। বর্তমানে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান দ্রুততম সময়ে সবচেয়ে উন্নতমানের এআই মডেল তৈরি ও চালাতে সক্ষম অবকাঠামো তৈরির দৌড়ে নেমেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই বিনিয়োগকারী গোষ্ঠীর নাম কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো অংশীদারিত্ব (এআইআইপি)। প্রাথমিকভাবে তারা ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার লক্ষ্য নিয়েছে, যা ভবিষ্যতে ঋণসহ ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে।

এটি এআইআইপি’র প্রথম বিনিয়োগ। চুক্তিটি ২০২৬ সালের প্রথম ছয় মাসের মধ্যেই সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

ব্ল্যাকরকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এআইআইপি’র চেয়ারম্যান ল্যারি ফিঙ্ক বলেন, “অ্যালাইন্ড ডেটা সেন্টারসে বিনিয়োগের মাধ্যমে আমরা ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে আরেক ধাপ এগিয়ে যাচ্ছি।”

এআইআইপি’র প্রধান বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে কুয়েত ইনভেস্টমেন্ট অথরিটিসিঙ্গাপুরের রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ সংস্থা টেমাসেক

অ্যালাইন্ড ডেটা সেন্টারস প্রতিষ্ঠানটি বৃহৎ প্রযুক্তি কোম্পানি, ক্লাউড সেবা প্রদানকারী এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ডেটা সেন্টার ডিজাইন, নির্মাণ ও পরিচালনা করে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার বিভিন্ন অঞ্চলে তাদের ৫০টি ক্যাম্পাস রয়েছে, যেখানে ৫ গিগাওয়াটেরও বেশি সক্রিয় ও পরিকল্পিত বিদ্যুৎ সক্ষমতা রয়েছে।

ডালাস, টেক্সাসে অবস্থিত এই প্রতিষ্ঠানটি সেখানেই তাদের প্রধান কার্যালয় বজায় রাখবে এবং বর্তমান প্রধান নির্বাহী অ্যান্ড্রু শ্যাপ-এর নেতৃত্বে পরিচালিত হবে।

সম্প্রতি ওপেনএআই ৬ গিগাওয়াট ক্ষমতার এআই চিপ সরবরাহের জন্য এএমডি-এর সঙ্গে একটি বড় চুক্তি করেছে। এই চুক্তির আওতায় ওপেনএআই চাইলে এএমডি-র মালিকানার অংশও কিনতে পারবে। তার অল্প কিছুদিন আগে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয় যে, এনভিডিয়া প্রায় ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করবে এবং কমপক্ষে ১০ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার ব্যবস্থা সরবরাহ করবে।

বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক বিনিয়োগ প্রমাণ করে—বিশ্ব এখন এমন এক যুগে প্রবেশ করছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনার সক্ষম অবকাঠামোই হবে আগামী দিনের সবচেয়ে মূল্যবান সম্পদ।

তথ্যসূত্র: রয়টার্স

সম্পর্কিত- টেকনোলজি আপডেট
35.7%
25%
32.1%
7.1%