শরীয়তপুরের গোসাইরহাটে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুে

শরীয়তপুরের গোসাইরহাটে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুকুরপাড়ে পড়ে থাকা নিথর দেহ আর স্বজনদের আহাজারিতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলার কোদালপুর ইউনিয়নের বকাউলপাড়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
নিহতরা হলেন একই ইউনিয়নের দেওয়ানপাড়ার হানিফা মোল্লার ছেলে ট্রাক্টরচালক নূরে আলম মোল্লা (৪০) ও কৃষিকাজ করা আলমগীর দপ্তরী (৫২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে বকাউলপাড়ার বিলের একটি পুকুরে মাছ ধরতে যান নূরে আলম ও আলমগীর। মাছ ধরার সুবিধার্থে বৈদ্যুতিক মোটরের সাহায্যে তারা পুকুরের পানি সেচ দেন। ভোরেও বিদ্যুতের সংযোগ চালু থাকায় অসাবধানতাবশত তারা বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নূরে আলমের ছেলে নীরব কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ফজরের নামাজ পড়ে বিলে যাই। গিয়ে দেখি বাবা আর আলমগীর কাকা মাটিতে পড়ে আছেন। আমি দৌড়ে গিয়ে বিদ্যুতের সুইচ বন্ধ করি, তারপর লোকজন ডাকলে সবাই এসে হাসপাতালে নেয়। ডাক্তার বলেন—তারা আর নেই।”
নিহত আলমগীরের স্ত্রী সালমা বেগম বলেন, “রাতে মাছ ধরতে গিয়েছিলেন স্বামী। সকালে না ফিরলে খোঁজ নিতে গিয়ে জানতে পারি দুইজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। কোন দুঃখটা বলে বোঝাব?”
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফীন বলেন, “দুইজনের মৃত্যু হয়েছে। পরিবার অভিযোগ দেয়নি। আইনগত বিষয় আমরা অনুসরণ করছি।”
হঠাৎ দুই মানুষের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই পরিবারেই চলছে শোকের মাতম—হারিয়ে ফেলেছে তারা উপার্জনক্ষম দুই স্তম্ভকে।
