মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী চাকরি পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক শরীয়তপুর
প্রকাশঃ 31 অক্টোবর 2025, 04:15 অপরাহ্ন
মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী চাকরি পাচ্ছেন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া মেট্রোরেলে চাকরি পাচ্ছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, আইরিন আক্তার পিয়াকে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। তার অনার্স ডিগ্রি সম্পন্ন হওয়ার পর অফিসার পদে উন্নীত করা হবে।

গত রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম আজাদ নিহত হন। দুর্ঘটনার পর নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং একজনকে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

অন্যদিকে, এ ঘটনায় নিহত আবুল কালামের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান ও পরিবারের একজন সদস্যকে স্থায়ী চাকরি দেওয়ার দাবি জানিয়ে সেতু মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিব ও ডিএমটিসিএলের এমডির কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গত মঙ্গলবার (২৮ অক্টোবর) ডাকযোগে নোটিশ পাঠান ঢাকা জজ কোর্টের আইনজীবী এনামুল হক নবীন।

বিজ্ঞাপন

নোটিশে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ ও চাকরি নিশ্চিত না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

0%
0%
0%
0%