শরীয়তপুরে প্রেমিককে না পেয়ে গলায় ওড়না পেঁচিয়ে দশম শ্রেণীর ছাত্রী সুস্মিতা মোদি আত্মহত্যা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চর ছেন্সাস ইউনিয়নের হাজি আলি মালের কান্দি গ্রামে রোববার ২৬ অক্টোবর দিবাগত রাত বারোটার দিকে আত্মহত্যা করেছে সুস্মিতা মোদি (১৬) নামের এক স্কুলছাত্রী। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো গ্রাম শোকাহত।
নিহত সুস্মিতা ওই গ্রামের হরিনারায়ন মোদির মেয়ে এবং তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। পরিবার কখনো ভাবেনি হাসিখুশি মেয়েটি তার জীবনের শেষ করে দিবে এক রাতে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে নানা বাড়ি বেড়াতে গিয়ে চাঁদপুরের মতলব উপজেলার যুগল সরকারের ছেলে অর্জুন সরকারের সঙ্গে পরিচয় হয় সুস্মিতার। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর প্রেমে পরিণত হয়। সম্প্রতি সুস্মিতা প্রেমিকের বাড়িতেও চলে যান।
কিন্তু উভয়ই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মেয়েকে জোর করে বাড়িতে ফিরিয়ে আনেন তার মা। মা জানান, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বয়স হলে দুজনকেই বিয়ে দেবেন। কিন্তু সুস্মিতার তরুণ হৃদয় সহ্য করতে পারল না এ অপেক্ষা।
রোববার রাতে পরিবারের সবাই মন্দিরে গেলে, ঘরে একা থাকা সুস্মিতা মোদি ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খোঁজ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত চলমান রয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
