শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ফ্লাইটসূচি বিপর্যয়: অতিরিক্ত ও বিশেষ ফ্লাইটের সব চার্জ মওকুফের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ 20 অক্টোবর 2025, 05:22 অপরাহ্ন
শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ফ্লাইটসূচি বিপর্যয়: অতিরিক্ত ও বিশেষ ফ্লাইটের সব চার্জ মওকুফের নির্দেশ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফ্লাইটসূচির যে বিপর্যয় তৈরি হয়েছে, তা মোকাবিলায় সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় আজ (সোমবার) এক আদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (সিএএবি) নির্দেশ দিয়েছে, ফ্লাইটসূচি পুনর্বিন্যাসে পরিচালিত সব অতিরিক্ত ও বিশেষ ফ্লাইটের ওপর আরোপিত চার্জ সম্পূর্ণ মওকুফ করতে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা পাঠানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, ১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেশীয় ও আন্তর্জাতিক উভয় ফ্লাইটের সময়সূচি মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, এই পরিস্থিতিতে বিভিন্ন বিমান সংস্থা তাদের যাত্রীসেবা স্বাভাবিক রাখতে অতিরিক্ত ও বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে। তাই সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত পরিচালিত এসব ফ্লাইটের ওপর সকল প্রযোজ্য চার্জ মওকুফ থাকবে।

উল্লেখ্য, শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আমদানি পণ্য সংরক্ষণের পুরো এলাকায়, যেখানে বিপুল পরিমাণ বিদেশি মালামাল মজুত ছিল।

বিজ্ঞাপন

অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩৭টি ইউনিট টানা কয়েক ঘণ্টা কাজ করে। তাদের সঙ্গে যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, আনসার এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) সদস্যরা।

দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও, আমদানি পণ্যের বড় অংশই পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে এবং অগ্নিকাণ্ডের উৎস শনাক্তে বিশেষজ্ঞ দল কাজ করছে।

সরকারের এই চার্জ মওকুফের সিদ্ধান্তে আশাবাদী বিমানসংস্থাগুলো বলছে, এতে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক করতে সহায়ক হবে এবং যাত্রীদের ভোগান্তিও কিছুটা কমবে।

সম্পর্কিত- অগ্নিকাণ্ড
0%
0%
0%
0%