শরীয়তপুরে নিখোঁজের তিনদিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক গোসাইরহাট
প্রকাশঃ 19 অক্টোবর 2025, 11:04 অপরাহ্ন
শরীয়তপুরে নিখোঁজের তিনদিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

শরীয়তপুরের গোসাইরহাটে নিখোঁজের তিনদিন পর গজাল পালননি (৮০) নামে এক বৃদ্ধা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের ছাদেম আলী মাঝি কান্দি গ্রামের জয়ন্তী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গজাল পালননি ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার বাসিন্দা। তার ছেলে হানিফ বেপারী জানান,

তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত শুক্রবার ১৭ অক্টোবর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের ধারণা, গোসল করতে গিয়ে তিনি পানিতে পড়ে যান।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুর পৌনে ৪টার দিকে জয়ন্তী নদীতে এক নারীর লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে গোসাইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন,

“আলাওলপুর ইউনিয়নের জয়ন্তী নদী থেকে এক বৃদ্ধা মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পানিতে ডুবে মারা গেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

50%
50%
0%
0%