সখীপুরে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে কলেজ ছাত্র রোহিমের আত্মহত্যা

সখীপুরে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে কলেজ ছাত্র রোহিমের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক ভেদরগঞ্জ
প্রকাশঃ অক্টোবর 8, 2025 1:50 অপরাহ্ন

শরীয়তপুরের সখীপুরে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ ও বিচ্ছেদের জেরে মোহাম্মদ রহিম নামে এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল চারটার দিকে চরভাগা ইউনিয়নের পশ্চিম মনাই হাওলাদার কাঁদিতে নিজ বাড়িতে।

বিজ্ঞাপন

নিহত রহিম ওই এলাকার সাজাহান দেওয়ানের ছেলে এবং নরিয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় নয় মাস আগে রহিম ও সামিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা গোপনে বিয়ে করেন। পরে বিষয়টি জানাজানি হলে পারিবারিক সম্মতিতে সামাজিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়।

তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। নানা বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত। সর্বশেষ সোমবার সামিয়া রহিমকে তালাক দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন রহিম। পরদিন মঙ্গলবার বিকেলে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

বিজ্ঞাপন

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা রহিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে নরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ ফয়জ আনিছ জানান,

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী-সংক্রান্ত পারিবারিক কলহের জেরেই রহিম আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরাও গভীর শোকে মুহ্যমান।

সম্পর্কিত- আত্মহত্যা
0%
0%
0%
0%