শরীয়তপুরে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার, থানার ভেতরেই দিলেন স্লোগান

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আওয়ামী লীগকে গোপনে সংগঠিত করার চেষ্টা এবং অনলাইনে দলীয় প্রচারণায় সম্পৃক্ত থাকার অভিযোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জুলিয়া হাসান পারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) ভোররাতে উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নড়িয়া থানা পুলিশ জানায়, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি থাকার পরও জুলিয়া হাসান পারুল গোপনে দলীয় বৈঠক আয়োজন এবং পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছিলেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে প্রচারণায় সক্রিয় ছিলেন।
পুলিশ আরও জানায়, গত ২০ জুলাই আওয়ামী লীগের ডাকা হরতালের সময় নড়িয়ার মাঝিরহাট এলাকায় ঢাকা-শরীয়তপুর মহাসড়কে অবরোধ করে গাছ পোড়ানোর ঘটনায়ও তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যুব মহিলা লীগ নেত্রী জুলিয়া হাসান পারুলকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”
এদিকে, থানায় নেওয়ার পর পারুল নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
স্থানীয় রাজনৈতিক মহলে ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।