শরীয়তপুরে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

শরীয়তপুরে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ভেদরগঞ্জ
প্রকাশঃ সেপ্টেম্বর 26, 2025 10:27 অপরাহ্ন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর তাইয়েবা (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ২৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলার সখীপুর থানার ছৈয়ালকান্দি গ্রামে প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তাইয়েবা ওই গ্রামের টিটু সরদারের মেয়ে এবং স্থানীয় দারুন নাজাত মাদ্রাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার জানায়, গত বুধবার দুপুরে খেলতে বের হয়ে নিখোঁজ হয় শিশুটি। এরপর স্বজনেরা খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এছাড়া এলাকায় মাইকিং, পোস্টারিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজের খবর প্রচার করা হয়।

শুক্রবার সকালে আবারও এলাকাজুড়ে খোঁজ শুরু হয়। এ সময় পাশের বাড়ির মেসবাহউদ্দীন মোল্লার বাসার সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সেখানে শিশুটির লাশ দেখতে পেয়ে তাঁরা পুলিশে খবর দেন। সখীপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তাইয়েবার দূর সম্পর্কের চাচা মনিরুল বাসার বলেন, “লাশ পাওয়ার পর মনে হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। শত্রুতার জের ধরে কেউ এমনটি করে থাকতে পারে।”

বিজ্ঞাপন

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, “কেন ওই শিশুকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।”


সম্পর্কিত- উদ্ধার
0%
0%
0%
0%