ফরিদপুরে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে আহত চালক

ফরিদপুরে অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে আহত চালক
নিজস্ব প্রতিবেদক ফরিদপুর সদর
সংশোধনঃ সেপ্টেম্বর 14, 2025 4:17 অপরাহ্ন

আজ রবিবার ১৪ সেপ্টেম্বর দুপুর আনুমানিক বারোটার দিকে ফরিদপুরের বারোখাদা ব্রিজের উপর অ্যাম্বুলেন্স ও গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে অ্যাম্বুলেন্সের চালক গুরুতর আহত হন এবং তাকে ফরিদপুর হাসপাতলে ভর্তি করা হয়েছে। তবে অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না, ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

সাক্ষীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় এলাকায় বৃষ্টি হচ্ছিল। ভেজা ও পিচ্ছিল সড়কের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, বৃষ্টির সময় এমন দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায়। বিশেষ করে হঠাৎ ব্রেক কষলে বা রাতে চালক ঘুমিয়ে পড়লে এ ধরনের ঝুঁকি আরও বাড়ে।

দুর্ঘটনার পর গোল্ডেন লাইন পরিবহনের বাসটি ঘটনাস্থলে থেমে যায়। স্থানীয়রা জানান, রাস্তা ভেজা ও পিচ্ছিল থাকায় যানবাহন সহজেই নিয়ন্ত্রণ হারাতে পারে।

0%
0%
0%
0%