গণফোরামের এমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

ছবি সংগ্রহীকৃত
গণফোরামের এমেরিটাস সভাপতি ও প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বয়সজনিত জটিলতার পাশাপাশি তিনি কিছু শারীরিক সমস্যায়ও ভুগছেন।
বিজ্ঞাপন
আজ মঙ্গলবার গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, রবিবার ড. কামালকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, ইতোমধ্যেই তার একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অপারেশনের পর ড. কামালের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে।
দেশের মানুষের কাছে ড. কামাল হোসেনের দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
বিজ্ঞাপন
0%
0%
0%
0%