মেঘনা নদীতে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে নিখোঁজের একদিন পর জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর বলাকিয়া এলাকায় নদীতে তার মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে নৌ–পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম।
তিনি বলেন, “জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তিনি কীভাবে সেখানে গেলেন এবং মৃত্যুর সঠিক কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
নৌ–পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মৃত্যু একদিন আগে হয়েছে। মৃতদেহ আংশিক বিকৃত হয়ে গেছে, তবে বাহ্যিকভাবে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এর আগে বৃহস্পতিবার সকালে বনশ্রীর নিজ বাসা থেকে কর্মস্থল ‘আজকের পত্রিকা’ কার্যালয়ে যাওয়ার কথা বলে বের হয়েছিলেন বিভুরঞ্জন সরকার। তবে পরে জানা যায়, তিনি অফিসে যাননি। এছাড়া তিনি নিজের মোবাইল ফোনটিও বাসায় ফেলে গিয়েছিলেন।
আজকের পত্রিকা সূত্রে জানা গেছে, ১৬ আগস্ট থেকে তিনি সাত দিনের ছুটিতে ছিলেন।
বৃহস্পতিবার রাতে সাংবাদিকের ভাই চিররঞ্জন সরকার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেন, “আমার দাদা সাংবাদিক বিভুরঞ্জন সরকার সকাল ১০টায় প্রতিদিনের মতো অফিসের উদ্দেশে বাসা থেকে বের হন। কিন্তু তিনি অফিসে পৌঁছাননি। পরিচিত কারও কাছেও যাননি। সারা দিন তার কোনো খোঁজ মেলেনি এবং রাত ১টা পর্যন্ত বাসায় ফেরেননি।”