মাদারীপুরে প্রেমের পাঁচ বছর পর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, এলাকাজুড়ে চাঞ্চল্য

মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব কমলাপুর গ্রামে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন এক ২৫ বছর বয়সী তরুণী। শুক্রবার সকাল থেকে তিনি প্রেমিক নাসিরউদ্দিন মাতুব্বরের বাড়িতে অবস্থান করছেন এবং জানিয়েছেন, বিয়ে না করা পর্যন্ত তিনি সেখান থেকে যাবেন না।
মোবাইল ফোন থেকে শুরু প্রেম
তরুণীর দাবি, পাঁচ বছর আগে মোবাইল ফোন মেরামতের জন্য গেলে পরিচয় হয় পূর্ব কমলাপুর গ্রামের নাসিরউদ্দিন মাতুব্বরের সঙ্গে। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। এরপর দেশের বিভিন্ন স্থানে ঘোরাঘুরিসহ দীর্ঘদিন সম্পর্ক বজায় ছিল তাদের।
তরুণী বলেন,
“ও সব সময় বলতো এখন বিয়ে করলে মান-সম্মানের সমস্যা হবে। আমি বুঝে নিয়েছি। কিন্তু এখন সে কথা বলাও বন্ধ করে দিয়েছে। আমি তার স্ত্রী হতে চাই। আমি মরলেও এই বাড়িতেই মরবো।”
প্রেমিকের বাড়িতে অনশন
শুক্রবার সকাল থেকে ওই তরুণী নাসিরের বাড়িতে এসে অনশন শুরু করেন। তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন,
“বিয়ের স্বীকৃতি না পেলে কোথাও যাব না। আমি শুধু ওর স্ত্রী হতে চাই।”
পরিবার অস্বীকার করল সম্পর্ক
অন্যদিকে, নাসিরউদ্দিন মাতুব্বরের বাবা খলিল মাতুব্বর এই সম্পর্কের কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন,
“আমার ছেলের সঙ্গে ওই মেয়ের কোনও সম্পর্ক নেই, বিয়েও হয়নি। কোনও প্রমাণ নেই। আমরা মেয়েটিকে মেনে নেব না।”
তিনি আরও দাবি করেন,
“এটা একটা নাটক, কিছু মানুষ টাকার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। দুই ছেলে বিদেশে আছে, তাই বাড়িতে এমন সমস্যা তৈরি করছে কিছু লোক।”
এলাকায় ভিড় ও চাঞ্চল্য
এই ঘটনাকে ঘিরে পূর্ব কমলাপুর গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আশপাশের এলাকা থেকে উৎসুক জনতা নাসিরউদ্দিনের বাড়িতে ভিড় করছেন পরিস্থিতি দেখার জন্য।
এই মুহূর্তে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নজরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
ঘটনাটি সামাজিক ও মানবিক দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রমাণের অভাবে আইনি জটিলতার আশঙ্কাও দেখা দিয়েছে।