শরীয়তপুরের নরসিংহপুর ঘাটে ইজারা দ্বন্দ্বে অচলাবস্থা, শতাধিক যানবাহন আটকা

শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে ইজারা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে সৃষ্টি হয়েছে চরম অচলাবস্থা। এতে ঘাট এলাকায় ফেরি পারাপারের অপেক্ষায় শতাধিক যানবাহন আটকা পড়েছে। দীর্ঘ যানজট ও জনদুর্ভোগে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, শরীয়তপুর-চাঁদপুর রোডের এই গুরুত্বপূর্ণ ফেরিঘাটের ইজারা নিয়ে বিরোধ চলছে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মুমিন দিদার এবং সখীপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিসান বালার মধ্যে। বর্তমানে ঘাটের বৈধ ইজারাদার হিসেবে রয়েছেন জিসান বালা। তবে ভোররাতে মুমিন দিদারের অনুসারীরা জোরপূর্বক ঘাটে এসে ইজারা তোলার চেষ্টা করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয় এবং ফেরি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
ঘাটে শতাধিক গাড়ি ও যাত্রী দুর্ভোগ
ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় ঘাট এলাকায় আটকে পড়েছে শতাধিক যানবাহন। অনেক চালক ও যাত্রী জানিয়েছেন, তারা গতকাল রাত থেকেই রাস্তায় অবস্থান করছেন। খাবার, পানি এবং শৌচাগারসহ ন্যূনতম সুযোগ-সুবিধা থেকেও তারা বঞ্চিত।
প্রশাসনের হস্তক্ষেপেও সমাধান আসেনি
ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও এখনো সমস্যার স্থায়ী সমাধান হয়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমান ইজারাদার জিসান বালা অভিযোগ করেছেন, “আমার সব কাগজপত্র বৈধ, অথচ সাবেক ইজারাদার জোরপূর্বক ইজারা তুলে ঘাট দখলের চেষ্টা করছেন।”
অন্যদিকে সাবেক ইজারাদার মুমিন দিদারের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
একমুখী ফেরি চলাচল
এই ঘটনার প্রভাবে শুধুমাত্র চাঁদপুর থেকে শরীয়তপুরমুখী ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও, শরীয়তপুর থেকে চাঁদপুরমুখী গাড়ি পারাপার পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে শরীয়তপুর প্রান্তেই তৈরি হয়েছে দীর্ঘ যানজট।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
যানবাহনের চালক ও যাত্রীরা প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপ করে ঘাটে স্বাভাবিকতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। তারা বলেছেন, এই অবস্থায় অতিরিক্ত সময় রাস্তায় অপেক্ষা করে তারা চরম দুর্ভোগে পড়েছেন।