সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে

নুরুল হুদাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ সে সময়ের ছবি
জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগে দায়েরকৃত মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (২৩ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কে এম নুরুল হুদাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে উত্তরা থেকে আনা হুদাকে আদালতের নিচতলার লকআপে রাখা হয় এবং বিকেল ৪টা ১০ মিনিটে তাকে আদালতে তোলা হয়।
মামলাটি গত রবিবার (২২ জুন) সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনজন সাবেক সিইসি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, চারজন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), একাধিক সাবেক নির্বাচন কমিশনার, এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), এবং ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর সাবেক প্রধানদের আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে পরিকল্পিতভাবে প্রভাবিত ও বিকৃত করা হয়েছে।
গত ২২ জুন সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে স্থানীয় কিছু লোক তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বর্তমানে মামলার তদন্ত চলছে এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তথ্যসূত্র: বিএসএস