কুড়িগ্রামের সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। পুলিশ এই ঘটনায় নিহতের বাবা জাহিদুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি।
পুলিশ জানায়, সদর উপজেলার হলুখানা ইউনিয়নের কাগজিপাড়া এলাকার বাসিন্দা জাহিদুল ইসলামের সঙ্গে প্রতিবেশী মুজিবুর রহমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে গত শনিবার জাহিদুল ইসলাম তার মেয়ে জান্নাতি খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করেন।
হত্যাকাণ্ডে তাকে সহায়তা করেন তার স্ত্রী মোরশেদা বেগম এবং ভাইয়ের স্ত্রী শাহিনুর বেগম। হত্যার পর জান্নাতির মরদেহ ভুট্টা ক্ষেতে ফেলে আসেন তারা। পরে বাড়ির একটি রের গাদায় আগুন দিয়ে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালানো হয়।
ঘটনার পরদিন নিহতের চাচা খলিল হক থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে কুড়িগ্রাম থানার একটি দল তদন্ত শুরু করে। কুড়িগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,
তদন্ত চলাকালে একপর্যায়ে জান্নাতির বড় চাচি শাহিনুর বেগম পুলিশের কাছে স্বীকার করেন যে, হত্যাকাণ্ডে জাহিদুল ইসলাম, তার স্ত্রী মোরশেদা বেগম এবং তিনি নিজেই জড়িত ছিলেন।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।