সাভারে সরকারি পশুখাদ্য কারখানায় দুর্ধর্ষ ডাকাতি

গত কাল ১১ মে রবিবার রাতে সাভারে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি পশুখাদ্য তৈরির কারখানায় (টোটাল মিক্সড রেশন—TMR) রবিবার রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী ডাকাত এই হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, রবিবার রাতের কোনো এক সময়ে কলমা এলাকায় অবস্থিত TMR কারখানার প্রাচীর টপকে ডাকাতদল ভেতরে প্রবেশ করে। প্রবেশের পর তারা কারখানার সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলে এবং নিরাপত্তায় নিয়োজিত আনসার বাহিনীর দুই সদস্যকে রশি দিয়ে বেঁধে ফেলে।
পরে ডাকাতরা কারখানার কম্পিউটার, জেনারেটরের ব্যাটারি, বৈদ্যুতিক ক্যাবলসহ মূল্যবান যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রাণিসম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, “আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুইজন আনসার সদস্য সেখানে ডিউটিতে ছিলেন। তাদের বেঁধে রেখে ডাকাতি সংঘটিত হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিষয়টি খুঁটিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত কার্যক্রম চালাচ্ছে। এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।