নিখোঁজের চার দিন পর মসজিদের ছাদে মিলল ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ, শোকে ভেঙে পড়েছে পরিবার

চাঁদপুরের হাইমচরে হৃদয়বিদারক এক ঘটনা—উপজেলা পরিষদ জামে মসজিদের ছাদ থেকে উদ্ধার হলো ইজিবাইকচালক হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর দুলাল মেলকারের (৪০) অর্ধগলিত মরদেহ। চার দিন ধরে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে মসজিদ এলাকা থেকে দুর্গন্ধ বের হতে দেখে স্থানীয়রা বিষয়টি টের পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মৃত দুলাল মেলকার আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের পূর্বচর কৃষ্ণপুর গ্রামের হাসিম মেলকারের বড় ছেলে। পরিশ্রমী, শান্ত-শিষ্ট এই মানুষটি ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন। গত ২৭ অক্টোবর ফজরের নামাজ পড়তে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সেদিনের পর আর ফেরেননি ঘরে—ফিরেছেন আজ মরদেহ হয়ে।
স্থানীয়দের ভাষ্য, দুপুরে মসজিদের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে ইমাম ও কর্তব্যরত আনসার সদস্য উপরে গিয়ে ছাদের এক কোণে দুলালের অর্ধগলিত মরদেহ দেখতে পান। মুহূর্তেই ছড়িয়ে পড়ে খবর, ছুটে আসে পরিবার। অসহায় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। স্বামীকে হারিয়ে নিস্তব্ধ হয়ে যান স্ত্রী তামান্না বেগম—কিছু বলার শক্তিও যেন আর নেই তাঁর। শুধু বললেন, “কারও সঙ্গে শত্রুতা ছিল না তার… সংসার চালাতেই সারাদিন পরিশ্রম করত।”
ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) মো. খায়রুল কবীর বলেন, গত ২৭ অক্টোবর নিখোঁজ হন দুলাল, তবে থানায় কোনো জিডি করা হয়নি। অর্ধগলিত লাশ উদ্ধার হওয়ায় মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর সত্য জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
একটা সাধারণ দিন, সাধারণ একজন মানুষ—যার জীবনের শেষটা হলো নিঃসঙ্গ মসজিদের ছাদে, আর ঘরে অপেক্ষায় ছিল পরিবার। চার দিনের অপেক্ষা শেষে ঘরে ফিরলেন তিনি, তবে প্রাণহীন। হাইমচরের শান্ত গ্রামে আজ শোকের ছায়া, প্রশ্ন—কীভাবে, কেন এই মৃত্যু? উত্তর এখনও সময়ের অপেক্ষায়।
তথ্যসূত্র: স্থানীয় সূত্র
