শরীয়তপুরে শিশু তাইয়েবা হত্যা: পিবিআই তদন্তে মাঠে, পরিবারে নতুন আশা

নিজস্ব প্রতিবেদক ভেদরগঞ্জ
প্রকাশঃ 23 অক্টোবর 2025, 03:30 অপরাহ্ন
শরীয়তপুরে শিশু তাইয়েবা হত্যা: পিবিআই তদন্তে মাঠে, পরিবারে নতুন আশা

শরীয়তপুরের সখিপুরে আলোচিত শিশু তাইয়েবা হত্যা মামলার তদন্তে মাঠে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ পিবিআইয়ের একটি দল নিহত তাইয়েবার বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

বিজ্ঞাপন

তদন্ত দলের নেতৃত্ব দেন গোপালগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু। তিনি নিহত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন। পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামতও সংগ্রহ করেন তদন্ত কর্মকর্তারা।

তদন্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান মিঠু সাংবাদিকদের বলেন, “আমরা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি। প্রয়োজনে ফরেনসিক টিমের সহায়তাও নেওয়া হবে। কোনো প্রমাণ যাতে নষ্ট না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।”

এদিকে নিহত তাইয়েবার পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন, পিবিআই তদন্ত শুরু করায় তারা নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন। তাইয়েবার পরিবারের এক সদস্য বলেন, “এর আগে সখিপুর থানা পুলিশ মামলা করেছিল, কিন্তু গাফিলতির কারণে আমরা বিষয়টি পিবিআইতে ট্রান্সফার করেছি। ট্রান্সফারের পর উনারা প্রথমবার আসলেন, আমাদের সঙ্গে কথা বললেন, জিজ্ঞাসাবাদ করলেন এবং বিস্তারিত তদন্ত করলেন। উনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে, ইনশাআল্লাহ ন্যায়বিচার আমরা পাবো।”

বিজ্ঞাপন

নিহত তাইয়েবা ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ছৈয়ালকান্দি গ্রামের টিটু সরদারের মেয়ে তাইয়েবা স্থানীয় দারুণ নাজাত মাদ্রাসার নার্সারি শ্রেণিতে পড়ত। গত ২৪ সেপ্টেম্বর বুধবার সে নিখোঁজ হয়। দুই দিনের তল্লাশির পর ২৬ সেপ্টেম্বর শুক্রবার প্রতিবেশী মেসবাহউদ্দীন মোল্লার বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় শিশুটির চাচি আয়েশা বেগম, প্রতিবেশী নাসিমা ও রংমিস্ত্রি আসিফকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক শত্রুতার জেরে আয়েশা হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আয়েশা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয়রা আশা করছেন, পিবিআইয়ের নিরপেক্ষ ও সমগ্র তদন্তের মাধ্যমে শিশু তাইয়েবা হত্যার রহস্য শিগগিরই উদ্ঘাটিত হবে এবং দোষীদের দ্রুত বিচার হবে।


সম্পর্কিত- হত্যা
33.3%
66.7%
0%
0%