শরীয়তপুরে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযানে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক নড়িয়া
প্রকাশঃ 22 অক্টোবর 2025, 09:51 অপরাহ্ন
শরীয়তপুরে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযানে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেফতার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্রসহ মানিক মোল্লা (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ অক্টোবর) গভীর রাতে উপজেলার জপসা ইউনিয়নের কোব্বাস মাদবর কান্দি এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন শরীয়তপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সাজেদুর রহমান। তাঁর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কোব্বাস মাদবর কান্দি গ্রামের শাহজাহান মোল্লার বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বাড়ির বিভিন্ন কক্ষ তল্লাশি করে একটি সিঙ্গেল ব্যারেল শর্টগান ও একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। এরপর বাড়ির মালিকের ছেলে মানিক মোল্লাকে ঘটনাস্থল থেকেই আটক করে সেনাবাহিনী ও পুলিশ।

পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে সেনা কর্মকর্তারা জানান, সম্প্রতি শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান ও চাঁদাবাজি দমনে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযান জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

সম্পর্কিত- গ্রেফতার
0%
0%
0%
0%