শরীয়তপুরে তাইয়েবা হত্যাকাণ্ডের পর মামলার বাদী পরিবারকে প্রাণনাশের হুমকি

ন্যায়বিচার চেয়ে উল্টো আতঙ্কে নিহতের স্বজনরা, নিরাপত্তা চাইলেন মা ডলি আক্তার

শরীয়তপুরে তাইয়েবা হত্যাকাণ্ডের পর মামলার বাদী পরিবারকে প্রাণনাশের হুমকি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ সেপ্টেম্বর 29, 2025 10:45 অপরাহ্ন

শরীয়তপুরের ভেদরগঞ্জে ৬ বছরের শিশু তাইয়েবা হত্যাকাণ্ডের পর ন্যায়বিচার চাইতে গিয়ে নতুন করে আতঙ্কে পড়েছেন তার স্বজনরা। মামলার বাদী পরিবারকে মামলা তুলে নিতে দফায় দফায় চাপ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, মামলা না তুললে নিহতের ১২ বছরের ভাই সাকিনকেও হত্যা করার হুমকি দিয়েছে আসামিপক্ষের স্বজনরা।

বিজ্ঞাপন

সোমবার ২৯ সেপ্টেম্বর সকালে কান্নাজড়িত কণ্ঠে তাইয়েবার মা ডলি আক্তার অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন আমি ন্যায়বিচার চাই। অথচ উল্টো আমাকে বলা হচ্ছে, মামলা না তুললে আমার আরেক সন্তানকেও খুন করা হবে। আমি দিনরাত আতঙ্কে আছি। পরিবারের নিরাপত্তা চাই প্রশাসনের কাছে।”

ঘটনার পটভূমি

ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ছৈয়ালকান্দি গ্রামের টিটু সরদারের মেয়ে তাইয়েবা স্থানীয় দারুণ নাজাত মাদ্রাসায় নার্সারি শ্রেণিতে পড়ত। গত বুধবার ২৪ সেপ্টেম্বর নিখোঁজ হয় সে। দুই দিন খোঁজাখুঁজির পর শুক্রবার ২৬ সেপ্টেম্বর প্রতিবেশী মেসবাহউদ্দীন মোল্লার বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হয় তার মরদেহ।

এ ঘটনায় শিশুটির চাচি আয়েশা বেগম, প্রতিবেশী নাসিমা ও রংমিস্ত্রি আসিফকে আটক করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, পারিবারিক শত্রুতার জেরে আয়েশাই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আয়েশা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বিজ্ঞাপন

শিশুর বাবা টিটু সরদার বাদী হয়ে সখিপুর থানায় মামলা করলে পুলিশ তিনজনকে আদালতে পাঠায়। পরে আদালত আয়েশার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নতুন করে হুমকি

এদিকে রোববার ২৮ সেপ্টেম্বর সকালে মামলার প্রধান আসামি আয়েশা বেগমের স্বামী সাহান সরদার, ছেলে আকিব সরদার ও ননদ রিনা-রুমা নিহত শিশুর পরিবারকে মামলা তুলে নিতে চাপ দেন। এ সময় আকিব ও রিনা প্রকাশ্যে হুমকি দেন— “মামলায় আপস না করলে তাইয়েবার মতো তোমাদের ছেলেকেও খুন করা হবে।”

টিটু সরদার বলেন, “আমরা এখন ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছি। ছেলে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। কে কখন কী করবে সেই ভয়ে কাঁপছি। মনে হচ্ছে ন্যায়বিচার চাইতে গিয়ে আরও বিপদ ডেকে এনেছি। তবু আমি মরণ হলেও মেয়ে হত্যার বিচার চাই।”

শিক্ষার্থীদের প্রতিও হুমকি

তাইয়েবা হত্যার প্রতিবাদে রোববার সকালে এলাকাবাসী মানববন্ধন ও থানা ঘেরাও কর্মসূচি পালন করে। এতে অংশ নেওয়া শিক্ষার্থীরাও আসামিপক্ষের হুমকির শিকার হন। দশম শ্রেণির ছাত্রী লামিয়া অভিযোগ করে বলেন, “মানববন্ধনে যাওয়ার পথে আয়েশার স্বামী সাহান সরদার আমাকে হুমকি দিয়েছে। আর আয়েশার ছেলে আকিব সবার ভিডিও করে নিয়ে বলেছে— আমরা স্কুলে যেতে পারব না।”

স্থানীয়দের উদ্বেগ

প্রতিবেশী আবুল কাশেম মিয়া বলেন, শিশুহত্যার মতো নৃশংস অপরাধের বিচার না হলে সমাজে ভয়ংকর দৃষ্টান্ত তৈরি হবে। আর বাদী পরিবারকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাতে ভবিষ্যতে আর কেউ ন্যায়বিচারের জন্য মামলা করার সাহস পাবে না। তিনি দ্রুত আসামিপক্ষের স্বজনদেরও আটক করার দাবি জানান।

পুলিশের অবস্থান

সখিপুর থানার ওসি মো. ওবায়দুল হক বলেন, “হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। বাদী পরিবার লিখিত অভিযোগ দিলে হুমকিদাতাদের বিরুদ্ধেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পরিবারকে নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত।”


তথ্যসূত্র: সমকাল , পুলিশ ‍সূত্র , ‍স্থানিয়দের বক্তব্য়

সম্পর্কিত- হত্যা
0%
0%
0%
0%