তায়েবা হত্যাকাণ্ড: সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন

শরীয়তপুরের সখীপুরে ৬ বছরের শিশু তায়েবা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে আজ শুক্রবার ৩ অক্টোবর সকাল ১০টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে শরীয়তপুরবাসী ও স্থানীয় জনগণ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সত্য উদ্ঘাটন ও দোষীদের দণ্ড নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগান দেন—“বিচার চাই, বিচার চাই, তায়েবার বিচার চাই।” তারা আরও বলেন,
“শাস্তি নিশ্চিত করতেই হবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত শাস্তি নিশ্চিত না হবে ততক্ষণ আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকব ইনশাআল্লাহ।”
আল্টিমেটাম
বক্তারা প্রশাসনের প্রতি আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠন, সুষ্ঠু তদন্ত প্রতিবেদন উপস্থাপন এবং প্রকৃত অভিযুক্তদের গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। বক্তারা সতর্ক করেন—
“৭২ ঘণ্টার মধ্যে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তবে দক্ষিণবঙ্গের ১৭টি নির্বাচনী আসন ও পাঁচটি জেলার মানুষকে সঙ্গে নিয়ে পদ্মা সেতু অবরোধসহ বৃহত্তর আন্দোলনে নামব।”
এসপির প্রেস ব্রিফিং নিয়ে ক্ষোভ
মানববন্ধনে বক্তারা জেলা পুলিশের সাম্প্রতিক প্রেস ব্রিফিং নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করে বলেন,
“এসপি সাহেবের প্রেস কনফারেন্সে কোনো সঠিক তথ্য দেওয়া হয়নি। শুধু গোজামিল দিয়ে দায়সারা বক্তব্য দেওয়া হয়েছে। এতে আমাদের মনে হয়েছে আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, তায়েবার আত্মার সঙ্গে বেইমানি করা হচ্ছে।”
পরিবারের দাবি
শরীয়তপুরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং নিহত শিশুর পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়—
“জড়িত ব্যক্তি যেই হোক না কেন, প্রতিপক্ষ বা ক্ষমতাশালী, সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
সতর্কবার্তা
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তারা সতর্ক করে বলেন—প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আগামী এক সপ্তাহের মধ্যে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।