ছাত্রনেত্রীর কেলেঙ্কারি নিয়ে তোলপাড়, মাদক ও অসামাজিক আচরণের অভিযোগে ফাতেমা খানম লিজা বহিষ্কৃত

ছাত্রনেত্রীর কেলেঙ্কারি নিয়ে তোলপাড়, মাদক ও অসামাজিক আচরণের অভিযোগে ফাতেমা খানম লিজা বহিষ্কৃত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মে 19, 2025 12:26 অপরাহ্ন

মাদক সেবন, অশালীন ভিডিও ধারণ ও বেপরোয়া জীবনযাপনের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে সংগঠনের আহবায়ক আরিফ মইনুদ্দিন ও সদস্য সচিব নিজামুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে মুখপাত্র পদ থেকে অব্যাহতি ও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, “জুলাই গণঅভ্যুত্থানের প্রায় ১৪০০ শহীদ ও অর্ধ লাখ আহতের আত্মত্যাগের ভিত্তিতে দাঁড়ানো এই প্ল্যাটফর্মের কোনো সদস্যের এমন অনিয়ন্ত্রিত এবং অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে।”

তবে এই বহিষ্কারের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ফাতেমা খানম লিজা। শনিবার রাত সাড়ে আটটার দিকে একটি ফেসবুক লাইভে এসে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মইনুদ্দিন ও সদস্য সচিব নিজামুদ্দিন আমার বিরুদ্ধে দুটি অভিযোগ এনেছেন—প্রথমত মাদক সেবনকারী, দ্বিতীয়ত অনিয়ন্ত্রিত জীবনযাপন। এটা সম্পূর্ণ বেজলেস একটা ইস্যু।”

লাইভে তিনি আরও বলেন, “আমার একটাই কথা—তারা যদি আগামী দুই ঘণ্টার মধ্যে প্রমাণ দিতে না পারে, তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।”

এ বিষয়ে সংগঠনটির সদস্য সচিব নিজামুদ্দিন সাংবাদিকদের বলেন, “সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী ফাতেমা খানম লিজাকে বহিষ্কার করা হয়েছে।”

এই ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে বিষয়টি গভীর তদন্তের দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%